এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দশ বছর ক্ষমতায় থেকেও ছিল না পার্টি অফিস, অবশেষে বড় কাজে হাত দিল তৃণমূল!

দশ বছর ক্ষমতায় থেকেও ছিল না পার্টি অফিস, অবশেষে বড় কাজে হাত দিল তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ক্ষমতায় আসার আগে তো দূরের কথা, ক্ষমতায় আসার পরেও সেভাবে পার্টি অফিস গঠন করতে পারেনি শাসক দল তৃণমূল কংগ্রেস। যার ফলে নেতাকর্মীদের মনে কিছুটা হলেও অভাব থেকে গিয়েছিল। 2011 সালে প্রথমবারের জন্য রাজ্যের ক্ষমতায় বসার পর দলের বহড় যখন বাড়তে শুরু করেছিল, তখন কার্যত ঘর ভাড়া নিয়েই কার্যালয় চালাতে দেখা যায় পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বকে।

পরবর্তীতে একের পর এক নির্বাচনে দল সাফল্যের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করলেও, সেই জেলাতে তৃণমূলের পার্টি অফিস গড়ে ওঠেনি। তবে 2021 সালের তৃতীয় বারের জন্য দল ক্ষমতায় আসার পর এবার আর ঘর ভাড়া করে নয়, বরঞ্চ নিজেদের পার্টি অফিস তৈরি করতেই উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। যাকে স্বাগত জানাচ্ছেন দলের সর্বস্তরের নেতা কর্মীরা।

সূত্রের খবর, সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের নতুন কার্যালয় তৈরিতে হাত দিল তৃণমূল নেতৃত্ব। যেখানে রবীন্দ্রনগর এলাকায় নিজস্ব কার্যালয় গঠনের প্রস্তুতি নিয়েছে তারা। এদিন ভূমিপুজো করে তৃণমূল নেতৃত্ব। যেখানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অজিত ভুঁইয়া। বহুদিনের প্রত্যাশা অবশেষে পূরণ হওয়ায় রীতিমত খুশি দলের নেতৃত্বরা। এদিন এই প্রসঙ্গে অজিত ভুঁইয়া বলেন, “2011 সালের আগস্ট মাসে জমি কেনা হয়েছিল। কিন্তু জমিটি খাসমহল এলাকায় থাকায় মিউটেশন আটকে ছিল। তবে সম্প্রতি খাসমহল এলাকাগুলোকে রায়ত করার নির্দেশ আসায় সমস্যার সমাধান হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে গোটা বিষয়ে দীর্ঘদিনের ইচ্ছা পূর্ণ হচ্ছে বলে জানিয়েছেন এক সময় জেলা সভাপতির দায়িত্বে থাকা দীনেন রায়। এদিন তিনি বলেন, “বহুদিনের আকাঙ্খা বাস্তবায়িত হতে চলেছে। এতদিন বিদ্যাসাগর স্ট্যাচু মোড়ের ভাড়া বাড়িতে কার্যালয় ছিল। আমাদের গরিবের দল। তাই জায়গা কিনে কার্যালয় গড়তে অনেকটা সময় লেগে গেল।” একাংশ বলছেন, দল ক্ষমতায় আসার পরেও প্রায় 10 বছর সময় লেগে গিয়েছে কার্যালয় তৈরি করতে। কিন্তু এখনও পর্যন্ত সেই কার্যালয় তৈরি হয়নি। এমনকি ভাড়াবাড়িতে থেকেই দল পরিচালনা হত। যা কর্মীদের কাছে যথেষ্ট হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

অনেকেই বলতে শুরু করেছিলেন, 10 বছর ক্ষমতায় থাকার পরেও কেন একটা দলীয় কার্যালয় হল না? যেখানে কর্মীরা এসে তাদের মতামত জানাতে পারবেন। কিন্তু অবশেষে কর্মীদের সেই অভাবকে ঘোচাতে রথযাত্রার মত পবিত্র দিনে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জেলা কার্যালয় গঠনের জন্য উদ্যোগ নেওয়া হল। সব মিলিয়ে কবে এই কাজ শেষ হয় এবং কবে পাকাপাকিভাবে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের দলীয় কার্যালয় উন্মোচিত হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!