এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > Big Breaking, মণীশ শুক্ল হত্যাকাণ্ডের চার্জশিট আদালতে পেশ করলো সিআইডি

Big Breaking, মণীশ শুক্ল হত্যাকাণ্ডের চার্জশিট আদালতে পেশ করলো সিআইডি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত, ৪ ঠা অক্টোবর রাত ৮ টায় টিটাগড়ে বিটি রোডের ওপরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল বিজেপি নেতা মণীশ শুক্লকে। বিজেপি পার্টি অফিসের সামনে, টিটাগর থানার নিকটে তাঁকে গুলি করে ঝাঁঝরা করে দেয়া হয়। বিজেপি নেতা মণীশ শুক্লর খুনের তদন্তের দায়িত্ব গ্রহণ করে সিআইডি। এরপর আজ ব্যারাকপুর আদালতে মণীশ শুক্লর হত্যাকাণ্ডের চার্জশিট পেশ করল সিআইডি। যেখানে, ১০ জনের নামে অভিযোগ করা হয়েছে।

সিআইডির এই চার্জশিটে ১০ জন অভিযুক্ত ছাড়াও, ১২ জন সন্দেহভাজনের নাম যুক্ত করা হয়েছে। চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রমাণ লোপাটের ধারায় মামলা জারি করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছিল যে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খুন করা হয়েছে বিজেপি নেতা মণীশ শুক্লকে। তবে, সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এলাকার দখল নিয়ে রেষারেষি ও তোলাবাজি নিয়ে ঝামেলার কারণে খুন করা হয় বিজেপি নেতা মণীশ শুক্লকে। এই হত্যাকাণ্ডের অভিযুক্ত নাসির আলি মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে, এ বিষয়ে অনেক কিছু জানতে পেরেছে সিআইডি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত মণীশ শুক্ল হত্যাকাণ্ডে সিআইডি সর্বপ্রথম গ্রেপ্তার করেছিল মহম্মদ খুররম ও শেখ গুলাবকে। পরবর্তীকালে গ্রেপ্তার করা হয় সুবোধ যাদবকে। যার সঙ্গে তৃণমূলের এক নেতার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এরপর পুলিশ গ্রেপ্তার করে অমর যাদব, সুজিত কুমার রাই, রোশন কুমার যাদবকে। পরবর্তীকালে নাসির আলি মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।

অন্যদিকে সিআইডির চার্জশিটে সন্দেহভাজনের তালিকায় দুজন তৃণমূল নেতার নাম উঠে এসেছে। যারা হলেন প্রশান্ত চৌধুরী, উত্তম দাস। ব্যারাকপুর পুরসভার বিদায়ী চেয়ারম্যান হলেন উত্তম দাস, অন্যদিকে টিটাগড় পুরসভার বিদায়ী চেয়ারম্যান হলেন প্রশান্ত চৌধুরী। তাঁদের নাম সন্দেহ ভাজনের তালিকায় উঠে আসাতে তা নিয়ে যথেষ্ট শোরগোল পড়ে গেছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তরা এ বিষয়ে কোনো বক্তব্য রাখেন নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!