এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলেই কি পা বাড়াতে চলেছেন বিজেপি ঘনিষ্ঠ এই হেভিওয়েট? আশার আলো শাসক শিবিরে!

তৃণমূলেই কি পা বাড়াতে চলেছেন বিজেপি ঘনিষ্ঠ এই হেভিওয়েট? আশার আলো শাসক শিবিরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। নরেন্দ্র মোদী, অমিত শাহ উত্তরবঙ্গের সভা করতে এলে সেই মঞ্চে থাকতে দেখা যেত গ্রেটার কোচবিহারের নেতা বলে পরিচিত অনন্ত মহারাজকে। তবে 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য ছিল, বাংলার ক্ষমতা দখল করা। কিন্তু তাদের সেই লক্ষ্য পূরণ হয়নি। আর তারপর থেকেই বিজেপির ঘনিষ্ঠ নেতারা তো বটেই, বিজেপির ভেতরে সক্রিয় থাকা অনেক নেতা-নেত্রীরাও হতে শুরু করেছেন।

অনেকেই আবার তৃণমূলে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। আর এই পরিস্থিতিতে এবার গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজের তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতার ব্যাপারে জল্পনা ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করল। আগামী দিনে তিনি সরাসরি তৃণমূলের ছাতার তলায় চলে আসতে পারেন বলে ইতিমধ্যেই গুঞ্জন তৈরি হয়েছে গোটা রাজ্যজুড়ে।

সূত্রের খবর, এদিন রথযাত্রা উপলক্ষে দিনহাটার মন্দিরে পুজো দিতে আসেন অনন্ত মহারাজ। আর সেখানেই উপস্থিত ছিলেন তৃনমূল বিধায়ক জগদীশ বসুনিয়া। যেখানে অনন্ত মহারাজের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় তাকে। আর তারপরেই জল্পনা তৈরি হয়, যেভাবে তৃণমূলের একের পর এক নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে অনন্ত মহারাজের, তাতে কি তিনি এখন তৃণমূলের সঙ্গে হাত মেলাতে চলেছেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে শীতলকুচি ঘটনা ঘটার পর থেকেই বিজেপির সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়তে শুরু করেছিল গ্রেটার কোচবিহারের এই নেতার। আর তারপর তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে অনন্তবাবুর সাক্ষাত জল্পনাকে বাড়িয়ে দিয়েছিল। আর এবার রথযাত্রা উপলক্ষে একটি মন্দিরে যাওয়ার পর যেভাবে বিধায়ক জগদীশচন্দ্র বসুনিয়ার সঙ্গে তার সাক্ষাৎ এবং কথোপকথন হতে দেখা গেল, তাতে সেই জল্পনা আরও দীর্ঘ হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের অনেকে বলছেন, 2019 সালের লোকসভা নির্বাচনের সময় থেকেই উত্তরবঙ্গে যথেষ্ট চাপে পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। পরবর্তীতে 2021 সালে তারা ভালো ফল করলেও, তাদের থেকে অনেকটাই ভালো ফল করেছে ভারতীয় জনতা পার্টি। সেদিক থেকে রাজবংশী ভোট বিজেপির দিকে চলে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। আর এর পেছনে অনন্ত মহারাজের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা রয়েছে বলেই দাবি একাংশের। সেদিক থেকে সেই অনন্ত মহারাজ যদি এখন তৃণমূলের প্রতি নরম মনোভাব পোষণ করতে শুরু করেন, তাহলে রাজবংশী থেকে শুরু করে কামতাপুরী ভোট তৃণমূলের দিকে চলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা তৈরি হবে।

কেননা ইতিমধ্যেই 2024 এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নিজেদের রণনীতি তৈরি করতে শুরু করেছে। তাই উত্তরবঙ্গের মাটিকে শক্ত করতে রাজবংশী এবং কামতাপুরী ভোট যে তৃণমূলের দিকেই যাবে, তা বলার অপেক্ষা রাখে না। তাই এই পরিস্থিতিতে যদি অনন্ত মহারাজের মত হেভিওয়েট নেতা তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করেন, তাহলে শাসকদলের কাছে তা বাড়তি অক্সিজেন হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!