এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > কয়েকমাস হলো চীনে গিয়ে আটকে পড়েছেন বেশকিছু ভারতীয়, দুশ্চিন্তা বাড়ছে কেন্দ্রের

কয়েকমাস হলো চীনে গিয়ে আটকে পড়েছেন বেশকিছু ভারতীয়, দুশ্চিন্তা বাড়ছে কেন্দ্রের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের আরম্ভকালে ভারতের সঙ্গে লাদাখে জমি বিরোধে জড়িয়ে পড়েছিল চীন। এরপর দু’দেশের মধ্যে যুদ্ধ না বাধলেও, যুদ্ধের একটা পরিবেশ রয়েছে। দু’দেশের সেনাবাহিনী এখনো যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে। যুদ্ধ বাধার একটা আশঙ্কা রয়েছে। দূপক্ষ থেকেই হুঁশিয়ারি ওপাল্টা হুঁশিয়ারি আসছে। অস্ত্র প্রদর্শনও চলছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানা গেছে যে, গত কয়েক মাস ধরে দুটি মালবাহী ভারতীয় জাহাজ চীনের বন্দরে আটকে রয়েছে। যে দুটি জাহাজে আছেন মোট ৩৯ জন ভারতীয়। এই খবর সামনে আসতেই দুশ্চিন্তা বাড়ছে সকলের।

প্রসঙ্গত গত কয়েক মাস ধরে ভারতের দুটি মালবাহী জাহাজ চীনের বন্দরে আটকে রয়েছে। ফলে চীনের হাতে আটকে পড়েছেন এই দুই জাহাজের ৩৯ জন ভারতীয় নাগরিক। মালবাহী প্রথম ভারতীয় জাহাজটি চীনের জিংটাং বন্দরের কাছে নোঙ্গর করে আছে গত ১৩ ই জুন থেকে। এই জাহাজে অনেকদিন ধরে বন্দরে পরে আছে। যে জাহাজে আছেন মোট ২৩ জন ভারতীয়।

অন্যদিকে, মালবাহী দ্বিতীয় জাহাজটি চীনের কাওফেইডিয়ান বন্দরের কাছে নোঙ্গর করে আছে। যে জাহাজে আছেন ১৬ জন ভারতীয়। এই জাহাজটি গত ২০ সে সেপ্টেম্বর থেকে নোঙ্গর করা অবস্থায় পড়ে আছে। এই দুটি জাহাজই পণ্য খালাসের জন্য অপেক্ষা করছে। তবে, চীনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, করোনা সংক্রান্ত বিধি নিষেধ বলবৎ থাকার কারণে, জাহাজ দুটির পণ্য খালাস আটকে গেছে। তবে, ভারতীয় মুখপাত্ররা চীন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন সব সময়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্গো কোম্পানির পক্ষ থেকেও জানানো হয়েছে যে, মহামারি সংক্রান্ত বিধিনিষেধের কারণেই জাহাজ দুটি আটকে পড়েছে। তবে জানানো হয়েছে যে, জাহাজে থাকা ভারতীয়রা সকলেই সুস্থ আছেন। ভারতের পক্ষ থেকে চীনকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে যে, জাহাজে থাকা ভারতীয়দের যেন কোন রকম কষ্ট যেন না হয়, তাদের যেন সমস্ত রকম সহযোগিতা করা হয়। প্রয়োজন হলে তাদের সমস্ত খরচ ভারতীয় কর্তৃপক্ষ মিটিয়ে দেবে।

জাহাজে আটকে থাকা ৩৯ জন ভারতীয় নাগরিকদের সঙ্গে তাদের আত্মীয় পরিজনদের ফোনে কথা বলানো হয়েছে। ৩৯ জন ভারতীয় নাগরিক যাতে নিরাপদে ও দ্রুত দেশে ফিরে আসতে পারেন, সেদিকে সচেষ্ট কেন্দ্র। তবে, চীন এ বিষযয়ে প্রতিশ্রুতি দিয়েছে যে, ৩৯ জন ভারতীয় নাগরিকদের সবরকম সহযোগিতা করবে তারা। তবে, এই নাগরিকেরা দেশে না ফেরা পর্যন্ত, দুশ্চিন্তা আছে সকলের মনেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!