এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দুর্গাপুজোয় বঙ্গ-বিজেপিতে চূড়ান্ত নাটক! পদত্যাগের হুমকি দিয়েও চুপচাপ ফিরে এলেন হেভিওয়েট নেতা

দুর্গাপুজোয় বঙ্গ-বিজেপিতে চূড়ান্ত নাটক! পদত্যাগের হুমকি দিয়েও চুপচাপ ফিরে এলেন হেভিওয়েট নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুটা সময় ধরে রাজ্যের শাসক দল তৃণমূলের অন্তর্কলহ বারবার সংবাদমাধ্যমের পাতায় ভেসে আসছিল। কিন্তু সম্প্রতি সংবাদমাধ্যমে ভেসে এসেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির অন্তর্দ্বন্দ্ব। সম্প্রতি দলের নতুন যুব কমিটি গঠন নিয়ে মতভেদ দেখা দেয় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁর। শেষ পর্যন্ত সৌমিত্র খানের তৈরি করা কমিটি বাতিল হয়ে গেলে ক্ষুব্দ হয়ে তিনি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন গতকাল সকালে।

এরপর তিনি সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়েও গিয়েছিলেন। কিন্তু গতকাল দুপুরেই পুনরায় তাঁর সিদ্ধান্ত বদল। আবার তিনি যুক্ত হলেন সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এভাবেই মহাষ্টমীর দিনে বিজেপির চূড়ান্ত নাটকের সাক্ষী হলেন রাজ্যবাসী। প্রসঙ্গত বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে সম্প্রতি বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি রূপে নির্বাচিত করা হয়। এই পদের দায়িত্বভার গ্রহণ করে রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির সংগঠনকে মজবুত করার লক্ষ্যে নেমে, বিজেপির যুব মোর্চার কমিটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছিলেন তিনি।

এ কারণে তিনি জেলায় জেলায় যুব মোর্চার নতুন সভাপতির নামের তালিকা তৈরি করেছিলেন। জেলার যুব মোর্চার সভাপতি বাছাই নিয়ে বেশ কিছুদিন ধরে তাঁর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মতভেদ চলছিল। এই মতভেদের প্রেক্ষিতেই সৌমিত্র খাঁ দলের যুব মোর্চার জেলা সভাপতিদের নাম ঘোষণা করেছিলেন। গত শুক্রবার তার ঘোষণা করা যুব মোর্চার নতুন জেলা কমিটি বাতিল করে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই কমিটি গঠনের শুরু থেকেই বিজেপি দলের অন্দরে যথেষ্ট অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যুব মোর্চার রাজ্য সভাপতির তৈরি করা যুব মোর্চা কমিটি বাতিল প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে, অনিবার্য কারণবশত রাজ্যের বিভিন্ন জেলার জন্য বিজেপির যুব মোর্চার নয়া কমিটি ও পদ বাতিল করে দেয়া হয়েছে। যুব মোর্চার নতুন কমিটি ও সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বিজেপি জেলা সভাপতিরাই বাড়তি দায়িত্ব পালন করবেন। রাজ্য সভাপতির এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই অন্তর্কলহ ব্যাপকহারে বৃদ্ধি পায় বিজেপির মধ্যে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই পদক্ষেপে ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে ওঠেন সৌমিত্র খাঁ।

শুক্রবার রাতেই যুব মোর্চার পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সকালবেলা দলের সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান তিনি। কিন্তু এরপর আবার দুপুরের মধ্যেই তিনি নিজের সিদ্ধান্ত বদল করেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, এই বিষয়টি তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছিলেন। কেন্দ্রীয় নেতৃত্বই তাঁকে তাঁর পদ থেকে ইস্তফা দিতে নিঃশেষ করেন। শেষ পর্যন্ত রাজ্য সভাপতি ও রাজ্য যুব মোর্চার সভাপতির বিরোধ মেটাতে এগিয়ে আসেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিজেপি নেতারা। দিলীপ ঘোষ ও সৌমিত্র খাঁর বিরোধ মেটাতে হাত লাগান তাঁরা।

শেষ পর্যন্ত গতকাল দুপুরে সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফিরে আসেন সৌমিত্র খাঁ। গ্রুপে ফেরার পর তিনি জানান যে, যুব মোর্চার যে তালিকা তিনি তৈরি করেছিলেন, সেখানে বদল ঘটানো হবে না। যে কমিটি শুক্রবার বাতিল করে দেয়া হয়েছিল, সেই কমিটিই পুনর্বহাল করা হবে। এছাড়াও তিনি লেখেন, “তোমাদেরকে ছেড়ে থাকা সম্ভব নয়। তাই ফিরে এলাম। টিএমসিকে হঠানোর জন্য সব কিছু ত্যাগ করতে রাজি আছি। জয় শ্রীরাম। জয় মা দুর্গা। বিজেপি জিন্দাবাদ। মোদি জিন্দাবাদ।” এভাবে দলের কেন্দ্রীয় নেতাদের চেষ্টায় শান্ত করা হয় তাঁকে। গতকাল অষ্টমীর দিনে বঙ্গ বিজেপির এমন চূড়ান্ত নাটকের সাক্ষী হলেন রাজ্যবাসী। পদত্যাগের হুমকি দিয়েও, দলে ফিরে এলেন যুব মোর্চার রাজ্য সভাপতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!