এখন পড়ছেন
হোম > জাতীয় > দুর্গাপুর নিয়ে এবার ফের কেন্দ্র রাজ্যের লড়াই

দুর্গাপুর নিয়ে এবার ফের কেন্দ্র রাজ্যের লড়াই


শুক্রবার দুর্গাপুর ব্যারাজের ১ নম্বর গেট বেঁকে ব্যারাজের জল বেরিয়ে যাবার ফলে দুর্গাপুরে পানিও জলের আলাল দেখা দেয়। আর এই নিয়েই কেন্দ্র ও রাজ্যের দুই মন্ত্রীর কাজিয়া তুঙ্গে।রবিবার বিকেলে ব্যারাজ পরিদর্শনে এসে রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, রাজ্যের বহু প্রকল্প কেন্দ্রের ছাড়পত্র পাচ্ছে না। ছাড়পত্র পাওয়া প্রকল্পের জন্য অর্থ বরাদ্দও করছে না। তাই কেন্দ্রের ভরসায় বসে না থেকে রাজ্য নিজেই তিস্তার মতো দুর্গাপুর ব্যারাজের কাজেও হাত দেবে।আর রাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় দুর্গাপুরের সগরভাঙ্গায় একটি মন্দিরের উদ্বোধনে এসে বলেন ‘‘এটা রাজনীতি করার সময় নয়। রাজ্য সরকার অহেতুক ডিভিসি-কে চাপ দিচ্ছে। সেচমন্ত্রী অবিবেচকের মতো কথা বলছেন। এখন রাজনীতি না করে মানুষের অসুবিধার দিকটা দেখা উচিত।’’পাল্টা দিয়ে বুধবার রাজীববাবু জানান ‘‘উনি কেন্দ্রীয় মন্ত্রী, এই এলাকার সাংসদও। কিন্তু, কাজের কাজ না করে হাওয়া গরম করার জন্য বক্তব্য রাখছেন! জলসম্পদ মন্ত্রীর সঙ্গে দরকার হলে ঝগড়া করে টাকা নিয়ে আসুন! সে’সব নিয়ে তাঁর ভাবার সময় নেই।’’ প্রসঙ্গত ডিভিসি-র দুর্গাপুর ব্যারাজ সংস্কার নিয়ে বহুদিন ধরে কাজিয়া চলছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে। রাজ্য বার বার দাবি করেছে যে ব্যারাজ সংস্কারের জন্য কেন্দ্রকে অনেকবার চিঠি পাঠিয়েছে রাজ্য কিন্তু সে কথায় কোনো কান দেয়নি কেন্দ্র। আবার অন্য দিকে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী উমা ভারতী সম্প্রতি দুর্গাপুরে এসে জানিয়ে দেন, রাজ্য সরকার এমন কোনও চিঠি দেয়নি। কিন্তু এদিন সেচমন্ত্রী দাবি করলেন যেরাজ্যের এই অবস্থায় বাধ্য হয়েই রাজ্যকে ব্যারাজ সংস্কারের দায়িত্ব নিয়েছে রাজ্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!