এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দ্বিতীয় দফা নির্বাচনের আগে আবারও রাজনৈতিক হিংসার জেরে পুড়ল ঘর, চরমে তৃণমূল আইএসএফের দ্বন্দ্ব

দ্বিতীয় দফা নির্বাচনের আগে আবারও রাজনৈতিক হিংসার জেরে পুড়ল ঘর, চরমে তৃণমূল আইএসএফের দ্বন্দ্ব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের কালে প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক হিংসার খবর উঠে আসছে। রাজ্যে যাতে এবার ভোটের সময় কোন রকম হিংসা বা অশান্তি না হয়, তার জন্য প্রথম থেকেই নির্বাচন কমিশন সতর্ক করে আসছে। আইন শৃঞখলা মজবুত করতে একাধিক পরিবর্তন করেছে নির্বাচন কমিশন রাজ্যের আইন প্রশাসনের, কিন্তু তাতেও যে বিশেষ পরিস্থিতির বদল হয়নি তা কিন্তু যত দিন যাচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠছে। আর এবার রাজনৈতিক হিংসার খবর এলো হাওড়া জেলা থেকে।

জানা গিয়েছে এক তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবং এই ঘটনায় অভিযোগের তীর উঠেছে আইএসএফএর দিকে। ঘটনাটি ঘটেছে হাওড়া জগতবল্লভপুর সন্তোষপুর গ্রামে। সেখানে শরিফুল শেখ নামে বড়গাছিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অভিযোগ করেছেন, সোমবার গভীর রাতে তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দাউ দাউ করে জ্বলতে থাকে শরিফুলের বাড়ি। সে সময় শরিফুল দলীয় কর্মীদের নিয়ে অন্য জায়গায় মিটিং করছিলেন বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খবর পেয়ে তিনি ছুটে আসেন ঘটনাস্থলে। জগৎবল্লভপুর থানার পুলিশও চলে আসে একইসাথে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, বিগত কয়েকদিন ধরেই এলাকায় তাঁদের সমস্ত পতাকা, পোস্টার, ফেস্টুন ছিঁড়ে দিচ্ছে আইএসএফ কর্মীরা। শরিফুল শেখ নিজেও জানান, গতকাল রাতে তাঁর বাড়িতে আগুন লাগানোর পেছনেও রয়েছে আইএসএফ। ভয় দেখানোর জন্যই এই কাণ্ড ঘটিয়েছে তাঁরা বলে জানাচ্ছে এলাকার তৃণমূল কর্মীরা। আইএসএফ এর পক্ষ থেকে অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শেখ সাব্বির আহমেদ জানিয়েছেন, এলাকায় তৃণমূলের জোর ক্রমশ আলগা হচ্ছে। আর তাই দৃষ্টি আকর্ষণের জন্য নিজেদের ঘরে নিজেরাই আগুন লাগিয়ে অন্যের নামে দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। আপাতত এলাকায় চলছে পুলিশি টহল। তবে এখনো পর্যন্ত পুলিশের হাতে এই ঘটনায় অভিযুক্ত থাকার জন্য কেউ ধরা পড়েনি। তবে পুলিশ খোঁজ চালাচ্ছে বলে জানা গিয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!