এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যপালকে ধন্যবাদ জানাতে রাজভবনে মমতা, পেছনে রয়েছে এই কারণ! জেনে নিন!

রাজ্যপালকে ধন্যবাদ জানাতে রাজভবনে মমতা, পেছনে রয়েছে এই কারণ! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ রাজ্যের বাজেট অধিবেশন শুরু হওয়ার সাথে সাথেই রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির শুরু হয় বিধানসভায়। বিরোধীদের পক্ষ থেকে ওয়েলে নেমে প্রতিবাদ জানানো হয়। যার জেরে ভাষণ না দিয়েই বিধানসভা কক্ষ ত্যাগ করতে উদ্যত হন রাজ্যপাল। কিন্তু পরবর্তীতে মুখ্যমন্ত্রী সহ তৃণমূল বিধায়কদের অনুরোধে ভাষণের শেষ অংশ পাঠ করে সেখান থেকে বেরিয়ে যান তিনি।

আর এই পরিস্থিতিতে রাজ্যপাল বিধানসভা ত্যাগ করার পরেই গোটা বিষয়ে বিজেপির বিরুদ্ধে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ভাষণ পাঠ করার জন্য রাজ্যপালের প্রতি কৃতজ্ঞতা জানাতে রাজভবনে যাওয়ার কথাও জানিয়ে দিলেন তিনি।সূত্রের খবর, এদিন রাজভবনে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “এক ঘন্টা ধরে অসভ্যতা। এমন জিনিস আমি আগে দেখিনি। রাজ্যপাল ভাষণের প্রথম এবং শেষ অংশ পড়ে দায়বদ্ধতা রক্ষা করেছেন। আমি তাকে ধন্যবাদ জানাতে রাজভবনে যাচ্ছি।” বিশেষজ্ঞরা বলছেন, মুখ্যমন্ত্রী রাজ্যপালকে ধন্যবাদ জানানোর কথা বলে সৌজন্যতার আবহ তৈরি করলেন। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!