এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > এবার ভারত থেকে যাওয়ামাত্রই করোনা আক্রান্ত হলেন প্রতিবেশি দেশের রাজা ও রানী

এবার ভারত থেকে যাওয়ামাত্রই করোনা আক্রান্ত হলেন প্রতিবেশি দেশের রাজা ও রানী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতে দ্বিতীয়বার করোনা ছড়িয়ে পড়ার সময় থেকে অনেকেই হরিদ্বারের বুকে হয়ে চালা কুম্ভমেলাকে দায়ী করেছেন। অনেকেই বলতে শুরু করেছেন, প্রথমবার করোনার সময় যেরকম তবলিঘি জামাতকে করোনার এপিসেন্টার ধরা হয়েছিল ঠিক সেভাবেই কুম্ভমেলা দ্বিতীয়বার করোনা ছড়িয়ে পড়ার জন্য এপিসেন্টার হয়ে দাঁড়িয়েছে। আর সেকথা যে অনেকাংশেই ঠিক তা প্রমাণ হলো এবার। এবারের কুম্ভমেলায় এসেছিলেন নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ এবং তাঁর স্ত্রী। জানা গিয়েছে নেপালে ফেরার পরে জ্ঞানেন্দ্র এবং তাঁর স্ত্রীর করোনা আক্রান্ত হয়েছেন।

দেশে ফেরা মাত্রই তাঁদের অত্যাবশ্যক করোনা টেস্ট করা হয়েছিল এবং সেই টেস্টের রিপোর্টে দেখা গিয়েছে সস্ত্রীক নেপালের প্রাক্তন রাজা করোনায় আক্রান্ত হয়েছেন। দুজনেই এখন কোয়ারেন্টাইনে রয়েছেন বলে খবর। প্রসঙ্গত, করোনা যে কতটা দ্রুত ছড়াচ্ছে, সে কথা এখন সবার জানা। সূত্রের খবর, গত 18 এপ্রিল কুম্ভমেলায় আসার জন্য যখন নেপালের রাজা রাণী নেপাল থেকে ভারতে আসেন, তখন তাঁদের করোনা রিপোর্ট নেগেটিভ ছিল। কিন্তু হরিদ্বারে চলতি মাসে মহাকুম্ভের মেলা থেকে ফেরত যাওয়ার পর রাজা এবং রাণী দুজনেই করোনা আক্রান্ত হয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, চলতি বছরে হরিদ্বার মন্দিরের বিশেষ কমিটি নেপালের প্রাক্তন রাজাকে সস্ত্রীক আমন্ত্রণ জানিয়েছিলেন। সে অনুযায়ী গত 12 এপ্রিল কুম্ভমেলায় প্রধান অতিথি হয়েছিলেন তাঁরা। একইসাথে দক্ষিণাকালীর মন্দিরে নিরঞ্জনী আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর কৈলাসানন্দ গিরি মহারাজের সঙ্গেও সাক্ষাৎ করেন সস্ত্রীক নেপালের রাজা। সাধুদের এক সমাবেসে নেপালের প্রাক্তন রাজা হিন্দু ধর্মের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। কিন্তু ভারত থেকে নেপাল যাওয়া মাত্রই নেপালের রাজা ও রাণীর শরীরে মিলল করোনা জীবাণু।

এই পরিস্থিতিতে নেপালের রাজা ও রানী যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তাই নিয়ে একের পর এক বার্তা পাঠানো হচ্ছে ভারত থেকে। আপাতত ভারতের করোনা পরিস্থিতি অত্যন্ত আতঙ্কজনক হয়ে উঠেছে বলে জানা যাচ্ছে। দফায় দফায় করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। পরিস্থিতি আয়ত্তে আনতে 18 বছরের উর্ধ্বে প্রত্যেককে করোনা টিকা দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তার মধ্যেই ভারতে একের পর এক হেভিওয়েট ব্যাক্তি করোনা আক্রান্ত হওয়ায় বাড়ছে দুশ্চিন্তা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!