এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > এবার বিজেপির বিরুদ্ধে উঠলো কাটমানি নেওয়ার অভিযোগ, ক্ষমতায় না এসেই এই? ভাবমূর্তি নিয়ে উঠছে প্রশ্ন !

এবার বিজেপির বিরুদ্ধে উঠলো কাটমানি নেওয়ার অভিযোগ, ক্ষমতায় না এসেই এই? ভাবমূর্তি নিয়ে উঠছে প্রশ্ন !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি একাধিকবার আর্থিক দুর্নীতি, কাটমানি, তোলাবাজির অভিযোগ এনেছে। এবার বিজেপির বিরুদ্ধেই উঠে গেল কাটমানি গ্রহণের অভিযোগ। বিজেপি পরিচালিত মালদহ জেলার চাঁচলের গৌরহণ্ড পঞ্চায়েতের জনৈক বিজেপি সদস্যার স্বামী দুজন আবাস যোজনার উপভোক্তার কাছ থেকে দুদফায় পড়ে ৩০ হাজার টাকা তুলে নিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। এর সঙ্গেই তাঁর বিরুদ্ধে উঠে এলো ১০০ দিনের কাজ ও বিভিন্ন প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ। যার বিরুদ্ধে সরব হলেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সংবাদ সূত্রের খবর, মালদার চাঁচলের বিজেপি পরিচালিত গৌরহণ্ড পঞ্চায়েতের জনৈক বিজেপি সদস্যা হলেন হাসি প্রামানিক। তাঁর স্বামী নিমাই প্রামানিকের একটি ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র আছে। এই গ্রাহক সেবা কেন্দ্র থেকে আবাস যোজনার উপভোক্তরা তাদের টাকার লেনদেন করে থাকেন। অভিযোগ উঠেছে, দুজন আবাস যোজনার উপভোক্তার টিপসই দিয়ে তাদের যোজনার টাকা তুলে নিয়েছেন তিনি। এর ফলে তারা বাড়ি করতে পারছেন না বলে অভিযোগ জানিয়েছেন।

প্রতারিত দুজন উপভোক্তার মধ্যে একজন হলেন রীতা দাস। তিনি অভিযোগ করেছেন, ‘‘প্রথমে অফিসে দেওয়ার নাম করে আমার কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়া হয়। পরে মাটি ভরাট করার টাকা এলে সেখানে থেকে ১৩ হাজার নেওয়া হয়।’’ অপর উপভোক্তা শেফালি মণ্ডল জানিয়েছেন যে, তাঁর কাছ থেকেও দু’দফায় ৩৫,৫০০ টাকা তুলে নিয়েছেন নিমাই প্রামানিক।

এদিকে ১০০ দিনের কাজ নিয়েও যথেষ্ট অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গ্রামের বাসিন্দা সুভাষ সরকার, কাশীনাথ থোকদার জানিয়েছেন যে, ১০০ দিনের কাজের প্রকল্পে অসুস্থ, প্রবীণ মানুষ যারা কাজ করেন নি, তাদের অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করেও টাকা তুলে নিয়েছেন তিনি। এর সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে তিনি ২, ৩ হাজার টাকা করে কাটমানি নিয়েছেন। তাঁর বিরুদ্ধে আরো অভিযোগ, তার স্ত্রী পঞ্চায়েত সদস্য হলেও পঞ্চায়েতের কাজকর্ম দেখাশোনা করেন তিনিই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নিমাই প্রামানিক। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, ‘‘ তৃণমূলের স্থানীয় কয়েক জনের দাবিমতো টাকা দিতে না পারায় মিথ্যা অভিযোগ করা হচ্ছে। প্রশাসন তদন্ত করলেই সব স্পষ্ট হয়ে যাবে।’’ অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বও নিমাই প্রামানিক এর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এ প্রসঙ্গে বিজেপি মালদহ জেলা সম্পাদক দীপঙ্কর রাম জানিয়েছেন, ‘‘ কাটমানি তো তৃণমূলের সংস্কৃতি। আমরা দুর্নীতির বিপক্ষে। ওখানে সদস্যার স্বামীকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।’’

তবে, এ প্রসঙ্গে চাঁচল ২ ব্লক এর তৃণমূল সহ সভাপতি আদিত্য নারায়ন দাস এর বক্তব্য, ” ‘‘ওখানকার বাসিন্দারা অভিযোগ করেছেন, তৃণমূল করেনি। তৃণমূলকে টেনে ওঁরা নিজেদের দুর্নীতি আড়াল করতে চাইছেন।’’ আবার এ প্রসঙ্গে চাঁচল ২ ব্লকের বিডিও অমিতকুমার সাউ জানিয়েছেন যে, এ বিষয়ে তিনি অভিযোগ পেয়েছেন। প্রশাসনের তরফ থেকে সমস্ত কিছুর বিচার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত পঞ্চয়েতের বিজেপি সদস্যার স্বামীর বিরুদ্ধে এভাবে আর্থিক দুর্নীতির অভিযোগে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে বিজেপি। বিজেপির ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। একাধিক স্থানীয় বাসিন্দার অভিযোগ, এখনো পর্যন্ত যারা ক্ষমতায় আসেনি, তারা ক্ষমতায় আসার আগেই যদি এরকম দুর্নীতি করেন,তবে ক্ষমতায় এলে তারা কি পরিমানে দুর্নীতি করবেন। এরকম একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!