এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > এবার দলীয় কর্মীদের ভাঙচুর স্থানীয় বিজেপি নেতার বাড়িতে, তীব্র অস্বস্তি গেরুয়া শিবিরে

এবার দলীয় কর্মীদের ভাঙচুর স্থানীয় বিজেপি নেতার বাড়িতে, তীব্র অস্বস্তি গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দেখা যাচ্ছে রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের তীব্র গোষ্ঠীকোন্দল এসে পড়েছে প্রকাশ্যে। বিজেপির তৃতীয় এবং চতুর্থ দফা প্রার্থী তালিকায় দেখা যায় সিঙ্গুর থেকে বিজেপি প্রার্থী হয়েছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এই রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য তার কয়েকদিন আগেই তৃণমূল থেকে বিজেপিতে গেছেন। আর বিজেপিতে যাওয়া মাত্রই তাঁকে প্রার্থী করে দেওয়া মোটেই মানতে পারেনি সিঙুরের গেরুয়া শিবির। তখন থেকেই চলছে ব্যাপক গন্ডগোল। আর তাই নিয়ে এবার সিঙুরের এক বিজেপি নেতার বাড়িতে বিজেপি কর্মীদের একাংশ চালালো ব্যাপক ভাঙচুর।যথারীতি এই ঘটনা তীব্র অস্বস্তির মুখে ফেলেছে গেরুয়া শিবিরকে।

রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বদল করার দাবিতে বিজেপির একাংশ ব্যাপক বিক্ষোভ চালাচ্ছে কয়েকদিন যাবৎ। এমনকি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলে তুষার ভট্টাচার্যকে একাধিকবার ফোন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সিঙুরের বিজেপি নেতৃত্ব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে তাঁরা কোনোমতেই মেনে নেবেন না। অন্যদিকে রবীন্দ্রনাথবাবুও জানিয়ে দেন, বিজেপির কেন্দ্র এবং রাজ্যের সিদ্ধান্ত মেনে তিনি প্রার্থী হয়েছেন। তাই কোনো অবস্থাতেই তিনি সরে দাঁড়াবেননা। এরপর গত বৃহস্পতিবার থেকে বিজেপি কর্মীরা অনশন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই মতো তাঁরা অনশন শুরু করেন।

কিন্তু এর পরেই আসল গন্ডগোল শুরু হয়। দেখা যায় হুগলি জেলার বিজেপির সহ-সভাপতি সঞ্জয় পান্ডে প্রথম থেকে যিনি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের প্রার্থী হওয়ার বিরোধিতা করেছিলেন, তিনি অনশন মঞ্চে অনুপস্থিত। যথারীতি বাকিদের মনেও সন্দেহ দানা বাঁধে। এর পরেই শুক্রবার রাতে সিঙুর স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপি সহ-সভাপতি সঞ্জয়ের বাড়ীতে চূড়ান্ত ভাঙচুর চালানো হয়। অভিযোগ উঠেছে, এই ভাঙচুরে যুক্ত ছিলেন দলের মন্ডল সভাপতি গৌতম মোদক। এ প্রসঙ্গে সঞ্জয় পান্ডের স্ত্রী জানিয়েছেন, সঞ্জয় কখনোই রবীন্দ্রনাথবাবুকে প্রার্থী হিসেবে চাননি। কারণ সঞ্জয় পান্ডে নিজেই চেয়েছিল সিঙ্গুরের প্রার্থী হতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গিয়েছে, শুক্রবার রাতে 10-15 জন বিজেপি কর্মী এলাকার বিজেপি নেতা সঞ্জয় পান্ডের বাড়িতে এসে ব্যাপক ভাঙচুর শুরু করে। অন্যদিকে বিজেপি মন্ডল সভাপতি গৌতম মোদক এই ভাঙচুরের কথা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বিজেপির দুর্গা বাহিনীর পক্ষ থেকে সঞ্জয় পান্ডের বাড়িতে কথা বলতে যাওয়া হয়েছিল। ভাঙচুর কেউ করেনি। অন্যদিকে হুগলির সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায় জানিয়েছেন, সিঙুরের ঘটনার পেছনে বাইরের লোকের যথেষ্ট মদত রয়েছে। সেক্ষেত্রে দলের কিছু কর্মী ভুল সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে সিঙুরের বিজেপি প্রার্থী বদলের এখনো কোনো খবর নেই।

তবে বিজেপি নেতৃত্বের তরফ থেকে মনে করা হচ্ছে, দলের এই পরিস্থিতি খুব শীঘ্রই আয়ত্তে আনা যাবে। অন্যদিকে এই ঘটনা রাজ্য বিজেপিকে চূড়ান্ত অস্বস্তির মুখে ফেলেছে। পাশাপাশি রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। প্রসঙ্গত, বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিজেপি শিবিরের অন্তর্কলহ। কোনভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছেনা। জায়গায় জায়গায় দেখা যাচ্ছে পার্টি অফিস ভাঙচুর হচ্ছে, পার্টি অফিসে আগুন লাগানো হচ্ছে, বিজেপি নেতা নেত্রীদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। সবমিলিয়ে অবস্থা যে বেগতিক তা মেনে নিচ্ছেন গেরুয়া শিবিরের একাংশ। বিশেষজ্ঞদের মতে, এই রকম পরিস্থিতি চলতে থাকলে একুশের বিধানসভার নির্বাচনে বিজেপির বাংলা দখলের স্বপ্ন পুরোপুরি যে ধুলিস্যাৎ হবে, সে ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!