এবার দিলীপ ঘোষের সমালোচনায় মজলেন বিজেপির এই হেভিওয়েট, তবে কি জল্পনা দল বদলের? বিজেপি রাজনীতি রাজ্য October 6, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা ভোটের পর থেকেই দলে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন সব্যসাচী দত্ত। মুকুল রায় এর হাত ধরে তিনি এসেছিলেন বিজেপিতে। ভোটের পর থেকে তাঁর সক্রিয়তা অনেকটাই উধাও। বারবার যখন তাঁর তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা চলছে, ঠিক সেই মুহূর্তে দিলীপ ঘোষের বিরুদ্ধে সরব হলেন সব্যসাচী দত্ত। লখিমপুর নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন তিনি। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে, সর্বনাশ করতেই উত্তরপ্রদেশে গিয়েছে তৃণমূল। তিনি আরও জানিয়েছিলেন, লখিমপুরে কোনরকম বিতর্কিত ব্যাপার হয়েছে। সেখানকার লোকেরা বলতে পারবেন, কি হয়েছে? যেভাবে জিনিসটিকে জন সমক্ষে আনা হচ্ছে, সত্যকে ঠিকভাবে সামনে আনা হচ্ছে না। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - দিলীপ ঘোষের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। তিনি জানালেন কোনও আন্দোলনকে দমিয়ে দেওয়ার পদ্ধতি এটা কখনোই হতে পারেনা। ভারত একটি গণতান্ত্রিক দেশ। এটি তালিবানের দেশ নয়। লখিমপুরে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দোষীদের ফাঁসি হওয়া উচিত। তিনি আরও জানান, কার গাড়ি? সেটা বড় কথা নয়। যে ঘটনা ভাইরাল হয়েছে টিভিতে, তা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। যারা এটা করেছে, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। এ বিষয়ে মন্তব্য করার কোনো ভাষা নেই। কৃষকদেরকে যেভাবে মারা হয়েছে, তা ইচ্ছাকৃত হোক? বা অনিচ্ছাকৃত হোক? তারপর এই ধরনের মন্তব্য যদি কেউ করেন? তাহলে সেটা তাঁর চিন্তা ভাবনা ও তাঁর অভিপ্রায়। তিনি তাঁর সম্বন্ধে কি বলবেন? মানুষকে পিষে মারা যদি সমর্থন করা হয়? তাহলে তিনি কিছু বলতে পারবেন না। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার জানালেন যে, লখিমপুরের ঘটনাকে কেউ কখনো সমর্থন করেননি। তবে সব্যসাচী দত্তকে সুর চড়িয়ে এমন বিরোধিতা করতে কে বলেছেন? লখিমপুরের ঘটনা প্রসংঙ্গে দিলীপ ঘোষ যে কথা বলেছেন, তা ন্যায্য। যারা সেখানকার কিছু বোঝেন না, তারা সেখানে জলঘোলা করতে গেছেন। তবে, সব্যসাচী দত্ত বেসুরো হচ্ছেন কিনা? তা তিনি বলতে পারবেন না। আপনার মতামত জানান -