এখন পড়ছেন
হোম > জাতীয় > তেল বা গ্যাসের দাম কমা নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী অরুন জেটলি, মিলবে কি সুরাহা?

তেল বা গ্যাসের দাম কমা নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী অরুন জেটলি, মিলবে কি সুরাহা?

দেশে পেট্টোপন্যের মূল্যবৃদ্ধির জেরে কার্যত নাভিশ্বাস ওঠার জোগার মধ্যবিত্তের। অনেকে মনে করেছিল, এতসবের মধ্যেও হয়ত এক্সাইজ শুল্ক কমিয়ে আমআদমিকে কিছুটা হলেও রেহাই দিতে সক্ষম হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কিন্তু শেষপর্যন্ত এই আশাতেও জল ঢেলে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর, লিটার পিছু এক টাকা শুল্ক কমালে সরকারি কোষাগারে ক্ষতির পরিমান প্রায় 14 হাজার কোটি টাকা। দেশে শুধু বেতনভোগীরাই কর দেবেন এটা ঠিক মেনে নিতে পারছে না কেন্দ্রের অর্থদপ্তর। তাই এই বেতনভোগীদের সাথে সমাজের সর্বস্তরের মানুষেরও যে কর দেওয়া উচিত এদিন সেই কথাই বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সাথে সাথে দেশের সকল রাজনীতিবিদ ও ওপিনিয়ন মেকারদের কাছেও সঠিক কর দেওয়ার ব্যাপারে আবেদন জানান তিনি। জানা গেছে, দেশে যেখানে ট্যাক্স টু জিডিপি রেশিও 10 লতাংল ছিল,বিজেপি সরকারের শাসনকালে তা বেড়ে দাড়িয়েছে 11.5 শতাংশে। এখানেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, এই বৃদ্ধির প্রায় অর্ধেক 0.72 শতাংশ এসেছে নন-ওয়েল ট্যাক্স থেকে। তবে এখানেই থেমে থাকেননি অর্থমন্ত্রী। ইউপিএ আমলের প্রাক্তন অর্থমন্ত্রীকে এ ব্যাপারে কটাক্ষও করতে শোনা যায় তাঁর মুখে।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সূত্রের খবর,  সম্প্রতি কেন্দ্রের ইউপিএ আমলের প্রাক্তন অর্থমন্ত্রী পেট্টোপন্যের মূল্য লিটার পিছু 25 টাকা করে কমানোর দাবি জানিয়েছেলেন। এদিন সেই ব্যাপারেই পূর্বসূরীকে খোঁচা দিয়ে অরুন জেটলি বলেন, ” নিজে যখন মন্ত্রী ছিলেন, তখন নিজেই তা বাস্তবায়িত করতে পারেননি।” এমনকী কেন্দ্রের আগের ইউপিএ সরকার দেশে বিপুল ঋন করেছে বলেও অভিযোগ করেন কেন্দ্রের অর্থমন্ত্রী। তবে এত সব রাজনৈতিক তরজার মাঝে মূল্যবৃদ্ধিতে হাসফাস আমআদমির দুঃখ নিরসনে কতটা দৃঢ় পদক্ষেপ নেয় কেন্দ্র, তার দিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!