এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ, প্রধানমন্ত্রীর দরবারে মুখ্যমন্ত্রী

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ, প্রধানমন্ত্রীর দরবারে মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ ও ডিভিসি নিয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার দাবি জানিয়ে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, উপযুক্ত পরিকল্পনা গ্রহণ না করলে বন্যার হাত থেকে রাজ্যের মুক্তি ঘটবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিপূর্বে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের কাছে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু জানা যায়, সে চিঠির কোনো উত্তর আসেনি কেন্দ্রের পক্ষ থেকে। এই আজ আবার চিঠি দিলেন তিনি।

মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ডিভিসি নিয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা কেন্দ্রের পক্ষ থেকে গ্রহণ করা হোক। পরিকল্পনা গ্রহণ না করলে বন্যার হাত থেকে রাজ্যের মুক্তি নেই। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ডিভিসির জল ছাড়ার কারনেই রাজ্যের এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আট জেলার বন্যা পরিস্থিতিকে man-made বন্যা বলে কটাক্ষ করেছেন তিনি । সমস্ত বিষয় চিঠিতে উল্লেখ করে তার সুরাহা চেয়েছেন মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, সময়মতো পরিকাঠামোগত পদক্ষেপ না নেয়ার কারণে প্রতিবছর man-made বন্যার কবলে পড়ছে পশ্চিমবঙ্গ। ইতিপূর্বে, প্রধানমন্ত্রীর কাছে যে চিঠি পাঠিয়েছিলেন তিনি, সেই চিঠির জবাব আসেনি, সে কারণেও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ডিভিসি পরিকল্পনাহীন ভাবে জল ছেড়ে দেবার কারণে রাজ্যের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক, এমনই দাবি করেছেন তিনি এই চিঠিতে।

ইতিপূর্বে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে, প্রতিবছর এরকম করে বন্যা করা হচ্ছে। বর্ষা বেশি হবার জন্য এটা হচ্ছে না। এটা হলো man-made বন্যা। এর আগেও কেন্দ্রের কাছে সাত-আটবার তিনি চিঠি দিয়েছেন। কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। তিনি আরো জানিয়েছিলেন যে, পশ্চিমবঙ্গ হলো নদীমাতৃক রাজ্য। ডিভিসি জলাধার থেকে প্রচুর জল ছাড়ার কারণে প্রতিবছর man-made বন্যা হয়। ২০১৫ সালের পর ২০১৭, ২০১৯,২০২১সালেও ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে পশ্চিমবঙ্গকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!