এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > এবার নদীয়াতে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার! উঠতে চলেছে রাজনৈতিক ঝড়? বড় পদক্ষেপ বিজেপির?

এবার নদীয়াতে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার! উঠতে চলেছে রাজনৈতিক ঝড়? বড় পদক্ষেপ বিজেপির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি নেতা কর্মীরা তৃণমূলের দ্বারা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠতে শুরু করেছে। বিধানসভা নির্বাচনের আগে এই অভিযোগ তুলে রীতিমত শাসকদলের অস্বস্তি বাড়াতে তৎপর ভারতীয় জনতা পার্টি। এবার নদীয়ার গয়েশপুরে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ফের তোলপাড় হল রাজ্য রাজনীতি। প্রসঙ্গত উল্লেখ্য, বিজয় শীল নামে 38 বছর বয়সের এক বিজেপি কর্মীর রান্নার গ্যাস সরবরাহে কাজ করতেন।

শনিবার রাতে বাড়ি থেকে বেরোনোর পর আর বাড়ি ফিরতে দেখা যায়নি তাকে। এরপর রবিবার সকালে গয়েশপুর শ্মশানের কাছে একটি আমবাগানে সেই বিজেপি কর্মীর ঝুলন্ত অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা আর এরপরই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, তাদের সক্রিয় কর্মী বিজয় শীলকে খুন করেছে তৃণমূল কংগ্রেস। স্বভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন বিকেলে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এবং শুভ্রাংশু রায়ের নেতৃত্বে এই বিজেপি কর্মী হত্যার প্রতিবাদে কল্যাণী থানার সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয়। পাশাপাশি আগামী সোমবার কল্যাণীতে 12 ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই দলের এই কর্মসূচির কথা জানিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

অন্যদিকে গোটা ঘটনার নিন্দা করেছেন বিজেপি কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায়। সামনে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি এই ঘটনাকে নিয়ে যে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি আরও বাড়িয়ে দিতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।তবে বিজেপির পক্ষ থেকে এই ব্যাপারে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হলেও, মৃতের পরিবারের তরফ থেকে তেমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে ঘাসফুল শিবির।

এদিন এই প্রসঙ্গে কল্যাণীর তৃণমূল সভাপতি অরূপ মুখোপাধ্যায় বলেন, “ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। সোমবার সাধারণ মানুষ কিছুতেই বনধে সাড়া দেবে না।” তবে যে যাই বলুন না কেন, এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি যে তাদের প্রতিবাদ-আন্দোলন ক্রমশ বাড়িয়ে দেবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!