এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলের নতুন রাজ্য কমিটি নিয়ে বড়সড় “বিস্ফোরণের” অপেক্ষায় সিপিএম? জানুন বিস্তারিত

দলের নতুন রাজ্য কমিটি নিয়ে বড়সড় “বিস্ফোরণের” অপেক্ষায় সিপিএম? জানুন বিস্তারিত

 

সম্প্রতি সংগঠনের হাল-হকিকত ফেরাতে নবীনতন্ত্রের উপর গুরুত্ব দিয়েছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। বৃদ্ধতন্ত্রকে সরিয়ে তরুণ-যুবকদের দলে ঠাঁই দিলে যে অনেকটাই উপকার হবে, তা উপলব্ধি করতে শুরু করেছে সিপিএম।

কিন্তু সংগঠনের ভবিষ্যতের কথা চিন্তা করে সিপিএমের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হলেও দলের সর্ববৃহৎ গণসংগঠন কৃষক সভা থেকে রাজ্য সম্পাদকমণ্ডলীতে ঠাই না হওয়াকে কেন্দ্র করে, এখন বিভিন্ন মহলে তৈরি হয়েছে জল্পনা। জানা গেছে, কৃষকসভার বর্তমান রাজ্য সভাপতি নৃপেন চৌধুরীকে সম্পাদকমন্ডলী থেকে ছাঁটাই করা হয়েছে।

কিন্তু সম্পাদক অমল হালদারকে কেন কোনো জায়গা দেওয়া হল না, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। ইতিমধ্যেই সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে এনিয়ে এক শ্রেণীর নেতা তীব্র বিষোদগার করেন বলেও খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, দলের একশ্রেণীর নেতার বিলাসবহুল জীবনযাপনের কারণেই সিপিএমের পক্ষ থেকে সেই নেতাদের ছাঁটাই করা হয়েছে। তবে কোথা থেকে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের কাছে এই খবর পৌঁছে দেওয়া হল, তা এদিন জানতে চান অন্যান্য নেতৃত্বরা।

কিন্তু এই ব্যাপারে শৃঙ্খলা বজায় রাখবার জন্য বাইরে কোনো মুখ না খুললেও, অনেক নেতারাই যে চিঠি দিয়ে তাদের ক্ষোভ আলিমুদ্দিন স্ট্রিটকে জানিয়ে দেবেন, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। তবে অমল হালদারকে জায়গা না দেওয়ার জন্য পূর্ব বর্ধমান জেলাতেও তীব্র গুঞ্জন তৈরি হয়েছে। অনেকেই বলছেন, রাজ্য নেতারা এই গোটা ব্যাপারটি আর একবার বিবেচনা করুন।

কিন্তু অমলবাবু যদি জেলা সম্পাদকমন্ডলীর পদ থেকে সরে আসেন, তাহলেই তাকে রাজ্যের শীর্ষ কমিটিতে নেওয়া হতে পারে বলে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে জানানো হলেও তা মানতে নারাজ একাংশ। কিন্তু জেলার সংগঠনের প্রধান পদ থেকে তিনি সরবেন না বলে, ইতিমধ্যেই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে প্রয়োজনে কৃষকসভার রাজ্য সম্পাদক পদ ছেড়ে দিতে রাজি বলে জানিয়ে দিয়েছেন অমল হালদার।

আর সূর্যকান্ত মিশ্ররা সংগঠনের হাল-হকিকত ফেরাতে নতুন রাজ্য কমিটি তৈরি করার চেষ্টা করছেন ঠিকই। কিন্তু অমল হালদারের এই সমস্যা সিপিএমকে নতুন করে অস্বস্তিতে ফেলে কিনা, এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!