এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুজোয় ব্রাহ্মণ খোঁজা নিয়ে তৃণমূল-বিজেপির অশান্তিতে রণক্ষেত্র এলাকা, জখম দু’পক্ষের 20

পুজোয় ব্রাহ্মণ খোঁজা নিয়ে তৃণমূল-বিজেপির অশান্তিতে রণক্ষেত্র এলাকা, জখম দু’পক্ষের 20

 

পুরোহিতেরাই বিবাহের সময় একটি মহিলা বা একটি পুরুষকে নতুন সম্পর্কের বন্ধনে আবদ্ধ করেন। আর এবার সেই পুরোহিত খোজাকে কেন্দ্র করেই রাজনৈতিক সংঘর্ষে জড়াতে দেখা গেল তৃণমূল এবং বিজেপিকে। জানা যায়, রবিবার রাতে রায়পাড়ার এক সক্রিয় তৃণমূল কর্মী কালীপুজোর জন্য মাঝিপাড়ায় ব্রাহ্মণ খুঁজতে যান।

অভিযোগ, সেই সময়ই মাঝিপাড়ায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সেই তৃণমূল কর্মীর ওপর আক্রমণ চালায়। এদিকে এই ঘটনা কানে আসতে না আসতেই রায়পাড়া থেকে 2 থেকে 3 জন মাঝিপাড়ায় গেলে তাদেরকেও আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে আহতদের আমতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে এই ঘটনার পর পরিস্থিতি কিছুটা হলেও ঠান্ডা হয়েছে আঁচ করা গেলেও সোমবার ফের উত্তপ্ত হল মাঝিপাড়া এলাকা।জানা যায়, সোমবার সকালে মাঝিপাড়া থেকে বেশ কয়েকজন রড, লাঠি, বোমা ও সোডার বোতল নিয়ে রায়পাড়া গিয়ে কিছু লোকের উপর হামলা করলে এলাকা রণক্ষেত্রের আকার নেয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভাঙচুরের পাশাপাশি বোমাবাজিও করা হয়। লাঠির আঘাতে বেশ কয়েকজন লোকের মাথা ফেটে যায় বলেও জানা গেছে। পরে পুলিশ এসে গোটা ঘটনাকে নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ইটপাটকেলের আঘাতে তাদেরকেও পিছু হটতে হয়। আর রায়পাড়া বনাম মাঝিপাড়ার এই গন্ডগোলে এবার শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

তৃণমূলের দাবি, বিজেপি কর্মী সমর্থকরাই তাদের কর্মীদের ওপর এই ভাবে আক্রমণ চালিয়েছে। অন্যদিকে তৃণমূলের তোলা এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে গেরুয়া শিবির। তাদের দাবি, গ্রামের মানুষ তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে। তারই ফলস্বরূপ এদিন তৃণমূলের গুন্ডাবাহিনী আক্রান্ত হয়েছেন।

কিন্তু যে রাজনৈতিক দলের পক্ষ থেকে যে অভিযোগই করা হোক না কেন, সামান্য কালীপুজোর পুরোহিত খোঁজা নিয়ে যেভাবে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটাল বিজেপি এবং তৃনমূল দুই রাজনৈতিক দল, তাতে বাংলায় সামাজিক উৎসবেও রাজনীতির কালি লাগতে শুরু করল বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!