এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার তীব্রভাবে রাজ্যপালকে কটাক্ষ তৃণমূল মন্ত্রীর, ক্রমশ বাড়ছে উত্তাপ

এবার তীব্রভাবে রাজ্যপালকে কটাক্ষ তৃণমূল মন্ত্রীর, ক্রমশ বাড়ছে উত্তাপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বঙ্গ রাজনীতিতে রাজ্য ও রাজ্যপাল সংঘাত কোন নতুন বিষয় নয়। রাজ্যের সাংবিধানিক দায়িত্ব লাভের পর থেকে রাজ্য সরকারের বহু বিষয় নিয়ে বারবার সরব হতে দেখা গেছে রাজ্যপাল জগদীপ ধনকরকে। রাজ্যের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ প্রকাশের পর, শাসকদল তৃণমূলের রোষের মুখে পড়তে হয়েছে রাজ্যপাল জগদীপ ধনকরকে। এই আবহে আবার রাজ্যপালকে তীব্র কটাক্ষ রাজ্যের শাসক দল তৃণমূলের।

সম্প্রতি রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় রাজ্যপালের তীব্র সমালোচনা করলেন। রাজ্যপালকে কটাক্ষ করে তিনি জানালেন যে, কোন একটি রাজনৈতিক দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট যেভাবে কাজ করে থাকেন, রাজ্যের মাটিতে ঠিক সেভাবেই বিজেপির হয়ে কাজ করে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তাই রাজ্যপাল জগদীপ ধনকরকে রাজ্যপাল পদে না রেখে বিজেপির কোন পদে রাখার নিদান দিয়েছেন তিনি। বিজেপি ও রাজ্যপালকে সমকক্ষ করে রাজ্যের সাংবিধানিক প্রধানের তীব্র সমালোচনা করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই সঙ্গে সঙ্গে তিনি তোপ দেগেছেন বিজেপিকে। বিজেপির উদ্যেশ্যে রাজ্যের মন্ত্রী অরূপ রায় জানালেন, বিধানসভা নির্বাচনে জনগণের রায়ে পরাস্ত হয়েছে বিজেপি। রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জিতিয়েছেন। বাংলা বুঝিয়ে দিতে পেরেছে যে, এখানে জাতপাত, সাম্প্রদায়িক মেরুকরনের রাজনীতির কোনো স্থান নেই। এদিকে ভোটে হেরে গিয়ে বিজেপি সিবিআই, ইডিকে দিয়ে শক্তি প্রদর্শন করে চলেছে। নিজেদের পরাজয়কে মেনে নিতে পারেনি বিজেপি। তাই রাজনৈতিক কারণেই এসব করছে বিজেপি। তবে, এসব বেশিদিন চলতে পারে না। মানুষ সমস্ত কিছু জানতে ও বুঝতে পারছেন। দেশের লোক এসব বেশিদিন সহ্য করবেন না। আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে এর যোগ্য জবাব দেবেন মানুষ।

প্রসঙ্গত রাজ্যপালের সঙ্গে বারবার সঙ্ঘাত বেধেছে তৃণমূল নেতৃত্বের। কিছুদিন আগে রাজ্যে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতিতে রাজ্যের একাধিক স্থান পরিদর্শন করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর, রাজ্যের আইন-শৃক্ষলা নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন। যা নিয়ে বারবার তৃণমূলের কটাক্ষের মুখে পড়তে হয়েছে রাজ্যপালকে। কিছুদিন আগে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে কান ধরে উঠবস করাবার হুঁশিয়ারি, রক্তচোষা, পাগলা কুকুর বলে কটাক্ষ করেছিলেন।

তৃণমূলের পক্ষ থেকে একাধিকবার রাজ্যপালের অপসারণের দাবি উঠেছে। এই পরিস্থিতিতে এবার রাজ্যপালকে কটাক্ষ করলেন সমবায় মন্ত্রী অরূপ রায়। যার ফলে রাজ্য ও রাজ্যপাল সংঘাত আবারও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে রাজ্যপালের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। সেইসাথে, বিধানসভায় রাজ্যপালকে বয়কট করবার সিদ্ধান্তও নিতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!