এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনাতে দেশে কতসংখ্যক ব্যাংককর্মী প্রাণ হারিয়েছেন? পরিসংখ্যান ঘিরে জোর চাঞ্চল্য

করোনাতে দেশে কতসংখ্যক ব্যাংককর্মী প্রাণ হারিয়েছেন? পরিসংখ্যান ঘিরে জোর চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সময়ের সাথে সাথে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে দেশজুড়ে। এই মুহূর্তে দেশের করোনা পরিস্থিতি চরম উদ্বেগজনক। পরিস্থিতি সামাল দেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু তা সত্ত্বেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছেন। নিত্যদিন রেকর্ড সংখ্যক হারে বেড়ে চলেছে সংক্রামিত এবং মৃতের সংখ্যা। দেশজুড়ে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক, বিজ্ঞানী, লেখক, রাজনৈতিক ব্যক্তিত্ব একের পর এক মৃত্যুর মুখোমুখি হচ্ছেন। সূত্রের খবর, করোনার দ্বিতীয় ঢেউয়ে গত চার মাসে প্রায় 1300 ব্যাঙ্ক কর্মী মারা গিয়েছেন। দেশে এই মুহূর্তে দৈনিক সংক্রমণ পৌঁছে গেছে প্রায় 3 লাখের দোরগোড়ায়।

উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে চরম উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি। পশ্চিমবঙ্গেও করোনার সংক্রমণ ক্রমাগত ঊর্ধ্বমুখী। দৈনিক সংক্রমণ এই মুহূর্তে কিছুটা কমলেও মৃতের সংখ্যায় কিছুতেই লাগাম টানা যাচ্ছেনা। সারাদেশে দৈনিক মৃত্যুর হার এই মুহূর্তে চার হাজারের ওপরে। গত কয়েক মাসে শুধুমাত্র ব্যাঙ্ক কর্মী মারা গেছেন কয়েক হাজার। এই পরিসংখ্যান সামনে এসেছে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সূত্রে। ওই সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিএইচ ভেঙ্কটচালাম ইন্ডিয়ান ব্যাঙ্ক এসোসিয়েশনের চিফ সুনীল মেহতাকে একটি চিঠি লিখেছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে সিএইচ ভেঙ্কটচালাম জানিয়েছেন, ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত গত চার মাসে প্রায় 1300 ব্যাংক কর্মীর মৃত্যু হয়েছে। করোনার পাশাপাশি তিনি জানিয়েছেন, সরকারি টিকাকরণের ব্যাপক অভাব দেখা গিয়েছে ব্যাংক কর্মীদের ক্ষেত্রে। তিনি আরো অভিযোগ করেন, ব্যাংক কর্মীরা পরিস্থিতি যাই হোক না কেন, ক্রমাগত সাধারণ মানুষের জন্য পরিষেবা বহাল রেখেছেন। তাই ব্যাংক কর্মীদের টিকাকরণ সবার আগে প্রয়োজন ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে সে ব্যাপারে আবেদন করা হলেও তাতে সাড়া পাওয়া যায়নি।

অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, অবিলম্বে ব্যাংক কর্মীদের সবার জন্য টিকাকরণ করার। ইতিমধ্যেই করোনা পরিস্থিতিতে ব্যাংক এর সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে। আপাতত চার ঘণ্টার জন্য ব্যাংক খোলা থাকছে। কিন্তু তাতেও পরিস্থিতি মোটেও সামাল দেওয়া যাচ্ছে না। এই অবস্থায় ব্যাংক কর্মীদের টিকাকরণের ক্ষেত্রে রাজ্য সরকারগুলি এবং কেন্দ্রীয় সরকার কী ব্যবস্থা গ্রহণ করে, সেদিকে নজর রাখা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!