এখন পড়ছেন
হোম > রাজ্য > অভিষেকের বিজেপিকে ‘বোল্ড আউট’ করার পাল্টা দিলেন রাহুল সিনহা

অভিষেকের বিজেপিকে ‘বোল্ড আউট’ করার পাল্টা দিলেন রাহুল সিনহা

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পরে তৃণমূল কংগ্রেস সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির করা মন্তব্যের বিরুদ্ধে এবার মুখ খুললেন বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি এদিন তৃণমূল যুব কংগ্রেস সভাপতির সমালোচনার জবাবে বললেন, ”যারা বলেছিল, বদলা নয় বদল চাই, তারা কী বদলের নমুনা দেখাচ্ছে। সিপিএমের গুন্ডাগুলিকে নিয়ে বদলার চেয়েও চরম বদলার রাজনীতি আজ যারা সারা পশ্চিমবঙ্গে করছে, তাদের মুখে কোনও প্রতিশ্রুতির কথা মানায় না। সারা দেশে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানেই নির্বাচন হচ্ছে সেখানেই জনসমর্থন পাচ্ছেন। সেখানে তো রিগিং করতে হচ্ছে না। বন্দুক নিয়ে বুথে দাঁড়াতে হচ্ছে না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে মোদীজির প্রতি। যদি আচ্ছে দিনের ছোঁয়া না লাগত, তবে এই বিপুল জনসমর্থন হত না।”একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করতে বিরত থাকলেন না রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তিনি বললেন , ”মমতা বন্দ্যোপাধ্যায় যে কতটা ভীত-সন্ত্রস্ত, তা ইদানিং তাঁর কথাবার্তা থেকেই বোঝা যাচ্ছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভয় পেয়েছে, সেই কারণেই এই বক্তব্য রাখছেন। বিজেপিকে বোল্ড-আউট করার আগে নিজেরাই বোল্ড-আউট হয়ে চলে যাবেন। আজকে ২১টি রাজ্যে আমরা ক্ষমতায়। তৃণমূল ক্ষয়িষ্ণু হচ্ছে। পঞ্চায়েতে তৃণমূলের অধিকার কমছে। আর সারা দেশে বিজেপি বাড়ছে। তার কারণ আচ্ছে দিনকে মানুষ স্বীকার করেছে। স্বাগত জানিয়েছে। হ্যাঁ, এটা ঠিক তৃণমূলের আচ্ছে দিন আসছে না।” সব শেষে রাজ্যের শাসক দল কে একপ্রকার হুঁশিয়ারী দিয়েই তিনি বললেন , ”আগে তো ঘর বাঁচান। তার পরে সারা দেশে বিজেপিকে বোল্ড আউটের চিন্তা করবেন। বাংলার বাইরে তো কোথাও কিছু নেই। বাংলায়ও শেষ হতে শুরু করেছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!