এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মনোনয়ন পেশের সময় তৃণমূলের ডিজে, বিতর্ক তুঙ্গে!

মনোনয়ন পেশের সময় তৃণমূলের ডিজে, বিতর্ক তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে বুধবার দুপুরে নিজের মনোনয়নপত্র পেশ করেন হাওড়া তৃণমূল প্রার্থী অরূপ রায়। কিন্তু তার আগেই উপরে বসানো বড় বড় বক্স দিয়ে ডিজে গান বাজতে শুরু করে। যেখানে “খেলা হবে” স্লোগানের মধ্যে দিয়ে এই ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করে কার্যত বিতর্ক তৈরি হয় এলাকা জুড়ে। তবে মহাত্মা গান্ধী রোডে আসার আগেই তা বন্ধ করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

কিন্তু এই ঘটনার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, হাওড়ার প্রশাসনিক এলাকা বলে পরিচিত এই গুরুত্বপূর্ণ জায়গায় কেন ডিজে বক্স বাজিয়ে শব্দ দূষণ করা হল! কেন আগেভাগে জানা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নিল না? তৃণমূলের দাবি, অধিকাংশ কর্মী-সমর্থক হেঁটে বা মোটরবাইকে করেই বঙ্কিম সেতুর নিচে এসেছিলেন। ঠিক ছিল, সেখান থেকে হেঁটে 300 মিটার দূরে কালেক্টর বিল্ডিংয়ে মহাকুম শাসকের দপ্তরে যাবেন।

কিন্তু তিনি আসার আগেই ডিজে বাজিয়ে প্রবল নাচানাচি শুরু করে দেওয়া হয়। তবে অরূপবাবু আসার পরে কিছুক্ষণের জন্য তা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তিনি মনোনয়ন দিতে যাওয়ার পরেই সেই গান আবার শুরু হয়। ইতিমধ্যেই এই ব্যাপারে প্রবল অসন্তোষ প্রকাশ করেছেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত।

তিনি বলেন, “সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সারাদেশে ডিজে নিষিদ্ধ। তা সত্ত্বেও যে রাজনৈতিক দলের পক্ষ থেকে এইভাবে আদালতের নির্দেশ অমান্য করে হাওড়া জেলা হাসপাতাল হাওড়া আদালত এবং জেলা স্কুলের পাশে ডিজে বাজানো হয়েছে, সেই দলের প্রার্থীর মনোনয়ন বাতিল করা উচিত।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই ব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি ভাস্কর ভট্টাচার্য্য বলেন, “ডিজে কারা এনেছিলেন আমরা জানি না। এটা কোনো সংগঠিত ব্যাপার নয়। দলীয় কর্মসূচিতেও ছিল না। অতিউৎসাহী কিছু লোকজন এনে থাকতে পারেন। কারা এনেছিল দলের তরফে খতিয়ে দেখা হচ্ছে।”

অন্যদিকে যদি এই রকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন হাওড়ার মহকুমা শাসক তরুণ ভট্টাচার্য। তবে যে যাই বলুক না কেন, মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ডিজে সাউন্ড বক্স বাজানোর কারণে তৃণমূল কংগ্রেস যে এখন যথেষ্ট অস্বস্তিতে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, এই ব্যাপারে কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হলে তৃণমূলের অস্বস্তি যে দ্বিগুণ ভাবে বাড়বে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!