এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃনমূলের অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে বড় পদক্ষেপ কমিশনের!

তৃনমূলের অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে বড় পদক্ষেপ কমিশনের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নন্দীগ্রাম নিয়ে লড়াই যেন জমজমাট হয়ে উঠেছে, কখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখতে মনোনয়নপত্র পেশের সময় মামলার কথা বলা হয়নি বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, আবার কখনও বা সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। কমিশনের ভুল তথ্য দেওয়ার অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে একটি অভিযোগ জানিয়েছে ঘাসফুল শিবির। যার পরিপ্রেক্ষিতে এবার পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন।

জানা গেছে, ইতিমধ্যেই জেলাশাসক এবং রিটার্নিং অফিসারের কাছ থেকে এই ব্যাপারে রিপোর্ট চেয়েছে কমিশন। যার ফলে আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে নন্দীগ্রাম জুড়ে। প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, হলদিয়া থেকে নন্দীগ্রামের ভোটার হয়েছেন শুভেন্দু অধিকারী। তবে নন্দীগ্রামের ভোটার হলেও তার নাম এখনও পর্যন্ত হলদিয়ার ভোটার তালিকায় রয়ে গিয়েছে। কিন্তু দুই জায়গায় এক ব্যক্তি কিভাবে ভোটার হতে পারেন, এই ব্যাপারে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তার পরিপ্রেক্ষিতেই এবার তদন্ত শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই দুই জায়গায় তার নাম সত্যি সত্যিই রয়েছে কিনা, তার জন্য জেলাশাসক এবং রিটার্নিং অফিসারের কাছ থেকে একটি রিপোর্ট চাওয়া হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মনোনয়নপত্র পেশের সময় মামলা চেপে যাওয়ার অভিযোগ করেছিলেন।

কিন্তু বাস্তবে শুভেন্দুবাবুর সেই অভিযোগ ধোপে টেকেনি। যার ফলে তিনি অনেকটাই ব্যাকফুটে পড়ে গিয়েছিলেন। আর এবার সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দুই ভোটার তালিকায় নাম থাকার বিস্ফোরক অভিযোগ তুলে কমিশনে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।

যার পরিপ্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে তদন্ত শুরু করার জন্য নেওয়া হয়েছে পদক্ষেপ। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এবার বিজেপি ও শুভেন্দু অধিকারী যে যথেষ্ট চাপে পড়ে গেলেন, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে তদন্ত করার পর গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!