এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গৃহে থাকলেও স্বস্তি নেই, সবসময় নজরদারির ঘেরাটোপে চার হেভিওয়েট

গৃহে থাকলেও স্বস্তি নেই, সবসময় নজরদারির ঘেরাটোপে চার হেভিওয়েট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আদালতের নির্দেশে জেলে থাকার বদলে ঘরে ফিরতে পারবেন নারদ কাণ্ডে অভিযুক্ত ৪ হেভিওয়েট। যাদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্র। তবে আদালতের নির্দেশের পর একমাত্র ফিরহাদ হাকিম ঘরে ফিরেছেন, অন্যান্যরা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আদালতের নির্দেশে তাঁরা ঘরে ফিরতে পারবেন, কিন্তু স্বস্তিতে থাকতে পারবেন না। সব সময় তাঁদের থাকতে হবে নজরদারির ঘেরাটোপে। তাই ঘরে থেকেও কার্যত বন্দিদশায় কাটাতে হবে তাঁদের।

গতকাল আদালতে নারদ কান্ডে অভিযুক্ত ৪ হেভিওয়েটকে জামিন দেওয়ার আর্জি জানানো হয়েছিল। তবে, হাইকোর্টের একাধিক বিচারপতি এর বিরোধিতা করেছেন। এরপর আদালতের ৫ জন বিচারপতিকে নিয়ে একটি বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়। হাইকোর্টের এই বৃহত্তর বেঞ্চে আগামী সোমবার নারদ মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। তার আগে পর্যন্ত হেভিওয়েটদের গৃহবন্দি থাকার নির্দেশ দেয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গৃহবন্দি থাকা অবস্থায় সকলকেই বাড়িতে সিসিটিভি বসানোর নির্দেশ দেয়া হয়েছে। তাঁদের কাছে প্রশাসনিক কাজকর্মের ফাইল পত্র পাঠানো যাবে, কিন্তু তা পাঠাতে হবে অনলাইনে। এই সময় যদি কেউ তাঁদের সঙ্গে দেখা করতে আসেন, তাহলে কে এসেছেন? কেন এসেছেন? কখন এসেছেন? কতক্ষণ থেকেছেন? এই সমস্ত কিছু লিখে রাখতে হবে। এ বিষয়ে তাঁদেরকে লগবুক ব্যবহার করার নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, কোন সরকারি আধিকারিকের সঙ্গে এই সময় তাঁরা সরাসরি যোগাযোগ করতে পারবেন না। তবে, ভার্চুয়াল ভাবে প্রশাসনিক বৈঠকে যোগদান করতে পারবেন। কিন্তু ভার্চুয়াল বৈঠকের সমস্ত তথ্য রেকর্ড করে রাখতে হবে। কোন ব্যক্তিগত কাজে ভিডিও কনফারেন্স ব্যবহার করা যাবে না। সংবাদমাধ্যমের কোন প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা যাবে না। আদালতের নির্দেশের পর গতকাল বাড়ি ফিরেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ও কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।

অন্যদিকে, অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন বাকি তিন হেভিওয়েট। জানা গেছে মদন মিত্র অক্সিজেন সাপোর্টে রয়েছেন, সুব্রত মুখোপাধ্যায়ের চিকিৎসা চলছে, শোভন চট্টোপাধ্যায় আক্রান্ত হয়েছেন সিরোসিস অফ লিভারে। ফিরহাদ হাকিম বাড়ি ফেরার সময় তাঁর কন্যা প্রিয়দর্শিনী হাকিম জানিয়েছেন, এখনো তাঁর বাবাকে জামিন দেয়া হয়নি। তাঁকে গৃহবন্দি হয়ে থাকতে হবে। তাঁর বাবার হাতে একটি পেন্সিল ধরিয়ে দেয়া হয়েছে। যে পেন্সিলের শীস ভাঙ্গা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!