করোনা বিধি-নিষেধ আলগা করা নিয়ে কী ভাবছে নবান্ন? লোকাল ট্রেন কি চলবে এবার? বিশেষ খবর রাজ্য হাওড়া-হুগলি July 13, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে করোনার ঊর্ধ্বমুখী সামাল দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দায়িত্ব নেওয়ার পরেই শুরু করে দিয়েছিলেন রাজ্য জুড়ে লকডাউন। কার্যত এই লকডাউন বিধিনিষেধ একটু একটু করে কয়েক ধাপে আলগা করা হয়েছে ঠিকই, কিন্তু এখনও লকডাউন জারি রয়েছে রাজ্যের সর্বত্র। অন্যদিকে করোনার সংক্রমণ কমলেও বাংলায় কিন্তু এখনো বিপদ হয়েছে। তাই প্রশ্ন উঠছে, আগামী 15 তারিখের পর রাজ্যে লকডাউনের বিধি নিষেধ কি আলগা হবে নাকি আরো বেশকিছু নিষেধাজ্ঞা চাপতে পারে? তাই সবার নজর এখন নবান্নের দিকে। কার্যত সরকারি নির্দেশিকা অনুযায়ী রাজ্যে সার্বিক লকডাউন জারি রয়েছে পনেরোই জুলাই পর্যন্ত। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, পুরোপুরি যদি বিধি-নিষেধ আলগা করে দেওয়া হয় রাজ্যের জন্য, তাহলে কিন্তু যে নিম্নমুখী অবস্থায় পৌঁছেছে করোনার সংক্রমণ, তা কিন্তু বিন্দুমাত্র সময় লাগবে না ঊর্ধ্বগতিতে ঊর্ধ্বমুখে পৌঁছাতে। ইতিমধ্যেই উড়িষ্যা এবং ত্রিপুরায় নতুন করে করোনার প্রভাব বাড়ছে বলে শোনা যাচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রের বিশেষজ্ঞ দল এই দুই রাজ্যে পৌঁছাতে চলেছে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে মহারাষ্ট্রের অবস্থাও খুব একটা অনুকূল নয়। আবার প্রতিবেশী বাংলাদেশে কিন্তু হুহু করে করোনার সংক্রমণ বেড়ে চলেছে। তাই প্রশাসনিক সূত্রে মনে করা হচ্ছে, এই সবকিছু চিন্তা ভাবনা করেই করোনার বিধি-নিষেধ নিয়ে সিদ্ধান্ত নেবে নবান্ন। এই কদিন যাবৎ কিন্তু রাজ্যের করোনা গ্রাফ ক্রমাগত ওঠানামা করেছে। তবে এখন করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন অঙ্কের উপর। উত্তর 24 পরগনাতে গত 24 ঘণ্টায় 90 এবং কলকাতায় 65 জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। তুলনায় দক্ষিণ 24 পরগণা অনেকটাই স্বস্তিতে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - তবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন জেলা কিন্তু এখনো পুরোপুরি করোনামুক্ত হয়ে উঠতে পারেনি, সংক্রমণ যথেষ্ট রয়েছে। আর তাই জেলার প্রশাসনিক মহলের অনেকেই মনে করছেন, কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় যথেষ্ট করোনার ঝুঁকি রয়েছে। সেক্ষেত্রে বিধি-নিষেধ আলগা নাও হতে পারে। তবে এখনো পর্যন্ত লোকাল ট্রেন চলাচল শুরু হয়নি, সেক্ষেত্রে নিয়ন্ত্রণবিধি শিথিল করার পর কি পরিস্থিতি তৈরি হয়, তা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগেই। তাই এবার লোকাল ট্রেন চালু হচ্ছে কিনা তা নিয়ে অনেকের প্রশ্ন। তবে বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন, লোকাল ট্রেন চালু হলে কিন্তু এক ধাক্কায় করোনার প্রভাব কিছুটা বাড়বে। তাই গণ পরিবহণের ক্ষেত্রে ট্রেন চালু করা নিয়ে চিন্তাভাবনা চলছে। কিন্তু সাধারণ মানুষ ট্রেন চালানোর পরিপন্থী। অন্যদিকে চিকিৎসক এবং বিশেষজ্ঞদের একাংশ ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ নিয়ে বারবার সতর্ক করছেন। সব মিলিয়ে এই মুহূর্তে করোনা সতর্কতায় লকডাউন বিধি নিষেধ কতটা আলগা হবে রাজ্যে, সে দিকেই রয়েছে কড়া নজর ওয়াকিবহাল মহলের। পাশাপাশি এবার ট্রেন চলবে কিনা তা নিয়েও কৌতুহল তুঙ্গে। আপনার মতামত জানান -