এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গুরুত্বপূর্ণ পদ থেকে শুভেন্দু অধিকারীর অপসারণে তৎপর তৃণমূল, টানটান উত্তেজনা রাজনীতি মহলে

গুরুত্বপূর্ণ পদ থেকে শুভেন্দু অধিকারীর অপসারণে তৎপর তৃণমূল, টানটান উত্তেজনা রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে অপসারিত করে দেয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। তাঁকে কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে অপসারিত করার চেষ্টা চলছে। এবার বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে তাঁকে অপসারণের দাবী নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন। তিনি অভিযোগ করেছেন, ব্যাংকের পরিচালন সমিতি শুভেন্দু অধিকারীকে আর চায় না। তাহলে কেন তিনি পদ আঁকড়ে বসে আছেন?

প্রসঙ্গত, গত ২০১৯ সালে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে এই ব্যাংকের চেয়ারম্যানের পদে আসীন হন শুভেন্দু অধিকারী। ২০২৪ সাল পর্যন্ত তাঁর পদের মেয়াদ রয়েছে। তাই তার পূর্বে তাঁকে অপসারিত করা সহজ বিষয় নয়। আইনজীবীদের বক্তব্য, মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তাঁকে অপসারিত করতে গেলে জটিল পদ্ধতির আশ্রয় নিতে হবে। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এক নেতা জানিয়েছেন যে, সমবায় আইন অনুযায়ী নির্বাচিত চেয়ারম্যানকে অনাস্থা প্রস্তাব এনে অপসারিত করা যায় না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত রবিবারের বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। বৈঠকের পর গণমাধ্যমে তিনি জানিয়েছেন যে, ব্যাংকের পরিচালন সমিতির সদস্যরা শুভেন্দু অধিকারীকে ব্যাংকের চেয়ারম্যান পদে আর চাইছেন না। তিনি নির্লজ্জের মতো পদ ধরে রয়েছেন। তিনি যখন অন্য রাজনৈতিক দলে চলে গেছেন। তখন কেন তিনি এই পদে বসে আছেন? ব্যাংকের পরিচালন সমিতির সদস্যদের নিয়ে তিনি বৈঠক করেছিলেন। পরিচালন সমিতির ১৪ জন সদস্যের মধ্যে ১৩ জন সদস্য উপস্থিত ছিলেন বৈঠকে।

তাঁরা লিখিতভাবে বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন। শুভেন্দু অধিকারীকে বহিস্কার করা হোক, না হলে তাঁর বিরুদ্ধে অনাস্থা আনার কথা জানিয়েছেন তাঁরা। তিনি জানিয়েছেন, দু’বছর ধরে আসেননি শুভেন্দু অধিকারী। মানুষের সম্পত্তি তিনি নষ্ট করেছেন। ব্যাংককে তিনি নিজের স্বার্থে ব্যবহার করেছেন। শুভেন্দু অধিকারীকে কাঁথি কো-অপারেটিভ ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবার বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক থেকেও তাকে সরিয়ে দেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আবার সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশ পাওয়ার পর এই ব্যাংকে অডিট এর কাজ শুরু হয়েছে। রাজ্যের অর্থ দপ্তরের আধিকারিকদের ব্যবস্থাপনায় কাজ চলছে। এ প্রসঙ্গে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সেক্রেটারি প্রদীপ পাত্র জানিয়েছেন যে, শুভেন্দু অধিকারী এখন অন্য পথের পথিক। তাঁর সঙ্গে মতের মিল হচ্ছে না। দলকে এ বিষয়টি তাঁরা জানিয়েছেন। দল যা সিদ্ধান্ত নেবে, সেটাই করা হবে। তবে, মেয়াদ শেষের পূর্বেই শুভেন্দু অধিকারীর অপসারণ সহজ নয় বলে জানাচ্ছেন আইনজীবীরা। আইনজীবীরা জানিয়েছেন, মেয়াদ শেষ হওয়ার আগেই চেয়ারম্যানকে পদ থেকে অপসারিত করতে গেলে তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আনতে হবে ও তদন্ত করে অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!