এখন পড়ছেন
হোম > জাতীয় > উত্তরপ্রদেশের দেখানো পথেই কি হাঁটবেন মমতা? বাংলাতে নয়া আইন লাগু ঘিরে জল্পনা!

উত্তরপ্রদেশের দেখানো পথেই কি হাঁটবেন মমতা? বাংলাতে নয়া আইন লাগু ঘিরে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   সম্প্রতি জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের পক্ষে তৎপরতা অবলম্বন করতে দেখা গিয়েছে উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে। যাকে কার্যত অভূতপূর্ব পদক্ষেপ বলেই দাবি করেছেন একাংশ। অনেকেই বলতে শুরু করেছেন, উত্তরপ্রদেশের মত বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের আইন লাগু করার পর ধীরে ধীরে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে এই আইন লাগু করার পথে হাঁটবে কেন্দ্রের বিজেপি সরকার। তারপর গোটা দেশে এই জন্ম নিয়ন্ত্রণ আইন লাগু করা হবে। তবে বিজেপি বিরোধী যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, সেখানকার শাসকদল এই আইন লাগু করবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য, পশ্চিমবঙ্গ।

বারবার বাংলার পক্ষ থেকে দাবি করা হয়, বাংলা আজ যা করে, গোটা বিশ্ব আগামীকাল তা ভাবে। কিন্তু জন্ম নিয়ন্ত্রণ আইন লাগু করার ক্ষেত্রে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তারপরেই এবার বাংলায় তৃণমূল সরকারের ওপর চাপ বৃদ্ধি করতে শুরু করেছে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মত বাংলাতেও এই জন্ম নিয়ন্ত্রণ আইন লাগু করার ব্যাপারে দাবি জানাতে দেখা গিয়েছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। স্বাভাবিকভাবেই হেভিওয়েট এই বিজেপি বিধায়কের এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে এখন জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

সূত্রের খবর, এদিন একটি টুইট করেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। যেখানে তিনি লেখেন, “জনসংখ্যা বৃদ্ধি সবার কাছে উদ্বেগের। জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবসে এই বিষয়টা একটু ভেবে দেখুক রাজ্য। শুধু ভোট রাজনীতির জন্য চোখ বন্ধ করে রাখা যাবে না। পশ্চিমবঙ্গ সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি ঘোষণা করুক।” অর্থাৎ বিজেপি বিধায়ক এই মন্তব্য করে তৃণমূল সরকারের ওপর কার্যত চাপ বাড়ানোর সুকৌশলী চেষ্টা করলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের পক্ষ থেকে জন্ম নিয়ন্ত্রণ আইন লাগু করার উদ্যোগ নেওয়ার সাথে সাথেই গোটা দেশে তা সাড়া ফেলে দিয়েছে। এক্ষেত্রে অনেকেই এই আইনকে সাধুবাদ জানাতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে বাংলাতেও সেই আইন লাগু করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানাতে দেখা গেল এই বিজেপি বিধায়ককে। তবে সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে আদৌ কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

এদিন এই প্রসঙ্গে গোটা বিষয়ে মন্তব্য করতেও দেখা যায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। তিনি বলেন, “বাংলায় জনসংখ্যা নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। অনুপ্রবেশ এই রাজ্যের একটা বড় সমস্যা। আমাদের দল বারবার এই নিয়ে সরব হয়েছে। রাজ্যের জনসংখ্যা অনুপ্রবেশ অসম হারে বাড়িয়ে দিচ্ছে। সেই সঙ্গে জন্মহারও কমানো দরকার। সেটা করার জন্য রাজ্য সরকারের নীতি গ্রহণ করা জরুরি। এই বিষয়ে দলের ভেতরেও আলোচনা হয়েছে।” তবে শুধু এইভাবে টুইট করেই থেমে থাকা নয়, আগামী দিনে এই বিষয়ে বিধানসভার ভেতরেও যে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন, তা জানিয়ে দিয়েছেন হেভিওয়েট এই বিজেপি বিধায়ক। তবে সরকারের পক্ষ থেকে যে এই ব্যাপারে কোনো চিন্তা-ভাবনা এখনও পর্যন্ত করা হয়নি, তা বলাই যায়।

সেদিক থেকে উত্তরপ্রদেশের কথা তুলে ধরে বাংলায় জন্ম নিয়ন্ত্রণ আইন লাগু করার জন্য বিরোধী দল হিসেবে বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হলেও, সরকারের পক্ষ থেকে তাঁকে কতটা স্বাগত জানানো হবে, তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বিরোধী দলের এই মতকে স্বাগত জানিয়ে সরকারের পক্ষ থেকে জন্ম নিয়ন্ত্রণ আইন লাগু করার ক্ষেত্রে কোনোরুপ উদ্যোগ নেওয়া হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!