এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূলের সুরে সুর মিলিয়ে নেতাজি ইস্যুতে প্রধানমন্ত্রীকে প্রবল কটাক্ষ হেভিওয়েট বামপন্থী নেতার

তৃণমূলের সুরে সুর মিলিয়ে নেতাজি ইস্যুতে প্রধানমন্ত্রীকে প্রবল কটাক্ষ হেভিওয়েট বামপন্থী নেতার


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে নির্মিত বাংলার ট্যাবলো প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাতিল হওয়ার পরই বিষয়টি নিয়ে শুরু হয়েছে প্রবল চাপানউতোর। এই প্রেক্ষিতে ইন্ডিয়া গেটের সামনে নেতাজির মূর্তি স্থাপনের পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। যতদিন এই মূর্তি স্থাপিত না হবে, ততদিন এই স্থানে একটি নেতাজির একটি হলোগ্রাম মূর্তি বসানো হবে। আজ রবিবার যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে প্রবল কটাক্ষ করলেন রাজ্যের বামপন্থী নেতা সুজন চক্রবর্তী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তৃণমূল নেতা সুজন চক্রবর্তী সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন যে, নেতাজির জন্মদিনে তাঁর মূর্তি নয় হলগ্রাম মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রশ্ন করেছেন, প্রজাতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গে নেতাজির ট্যাবলো বাতিল করে দেওয়ায় যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তাকে এভাবেই চাপা দিতে কি উদ্যোগ নিয়েছে কেন্দ্র? অর্থাৎ, তৃণমূলের সুরে সুর মিলিয়ে নেতাজি ইস্যুতে প্রধানমন্ত্রী তথা কেন্দ্রকে প্রবল কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

এদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নেতাজি-বিতর্কতে ঘরে-বাইরে যে প্রবল চাপে রয়েছে কেন্দ্রীয় সরকার, সেই চাপ থেকে বেরিয়ে আসতেই এই ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। এ প্রসঙ্গে আজ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র জানালেন, সারা পৃথিবীতে কেউ বলতে পারেনি, ‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’ সেই নেতাজীকে ব্রাত্য করেছে বিজেপি। অমর জওয়ান জ্যোতিকে সরিয়ে দিয়ে নেতাজির মূর্তি বসানোর অর্থ শুধু বাংলার অপমান নয়, সারা পৃথিবীর দেশপ্রেমিকদের অপমান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!