এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার থেকে রিজার্ভ ব্যাংকের অধীনে আসতে চলেছে কো-অপারেটিভ ব্যাংকগুলি

এবার থেকে রিজার্ভ ব্যাংকের অধীনে আসতে চলেছে কো-অপারেটিভ ব্যাংকগুলি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন কো-অপারেটিভ ব্যাংক গুলিকে রিজার্ভ ব্যাংকের অধীনস্ত করার দাবি উঠেছে। কো-অপারেটিভ ব্যাংক অনেক সময় ফেল করে যাবার কারণে, আমানতকারীরা আর্থিক সংকটের সম্মুখীন হন। ব্যাংকে টাকা রেখে সর্বস্ব হারাতে হয়েছে বহু আমানতকারীকে। এই সমস্যা দূর করতে এবার এই ব্যাংকগুলিকে রিজার্ভ ব্যাংকের অধীনস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একটি রাজ্যের পক্ষ থেকে দেশের কো-অপারেটিভ ব্যাংকগুলিকে রিজার্ভ ব্যাংকের অধীনে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এ কারণে কো-অপারেটিভ ব্যাংক গুলিকে মার্জ করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক। স্টেট কো-অপারেটিভ ব্যাংক, জেলা কো-অপারেটিভ ব্যাংক গুলিকে মার্জ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিভাবে এই প্রক্রিয়া শুরু করা যায়? সে বিষয়ে সম্প্রতি আলোচনা চলছে।

দেশের বিভিন্ন কো-অপারেটিভ ব্যাংক গুলিকে রিজার্ভ ব্যাংকের অধীনস্থ করার জন্য কেন্দ্রের পক্ষ থেকে গত বছর একটি আইন পাস করা হয়েছিল। যা ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট,২০২০ নামে পরিচিত। চলতি বছরের ১ লা এপ্রিল থেকে এই আইন কার্যকর করা হয়েছে। তবে, ব্যাংক মার্জ করতে গেলে সেখানে রিজার্ভ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, একাধিক ব্যাংকে মার্জ করতে গেলে এই ব্যাংকগুলির শেয়ার হোল্ডারদের সংখ্যাগরিষ্ঠর সমর্থনের প্রয়োজন। এর সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট রাজ্য সরকারের প্রস্তাব যাচাই ও সুপারিশ করবে নাবার্ড। তাই নাবার্ড এর কাছে বিষয়টি জানানো হয়েছে। নাবার্ড এর পরামর্শ মতো এবার কো-অপারেটিভ ব্যাংক গুলিকে মার্জ করার প্রস্তাব রিজার্ভ ব্যাংকের কাছে পাঠানো হবে। রিজার্ভ ব্যাংকের অনুমোদন আসার পর মার্জ করার কাজ শুরু হবে রাজ্য ও জেলা কো-অপারেটিভ ব্যাংক গুলিকে।

রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ওয়াকিবহাল মহলের দাবি। ব্যাঙ্কফেলের হাত থেকে বাঁচাতে দেশের বহু ব্যাংককে ইন্দিরা গান্ধী সরকারের আমলে জাতীয়করণ করা হয়েছিল। ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণে আসার পর আমানতকারীরা অনেক বেশি সুরক্ষিত হয়েছেন। ব্যাঙ্ক ফেলের আশঙ্কা থেকে তাঁরা মুক্ত হয়েছেন। এবার কো-অপারেটিভ ব্যাংকের আমানতকারীরাও এই আশঙ্কা থেকে মুক্ত হতে চলেছেন।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!