এখন পড়ছেন
হোম > জাতীয় > ইডির কাছে ফের বড়সড় ধাক্কা রাজ্যের আইন মন্ত্রীর

ইডির কাছে ফের বড়সড় ধাক্কা রাজ্যের আইন মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কয়লা পাচার কাণ্ডে রাজ্যের আইন মন্ত্রি মলয় ঘটককে তলব করেছে ইডি। দিল্লিতে ইডির সদর দপ্তরে তলব করা হয়েছে তাঁকে। গত ১৪ ই সেপ্টেম্বর তাকে দিল্লিতে তলব করেছিল ইডি। সেই সময়ে দিল্লিতে উপস্থিত হননি তিনি। তিনি জানিয়েছিলেন, অল্প সময়ের মধ্যে সমস্ত নথিপত্র জোগাড় করে দিল্লিতে উপস্থিত হওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। এজন্য তিনি অতিরিক্ত সময় চেয়েছিলেন। এছাড়া তিনি প্রস্তাব দিয়েছিলেন যে, দিল্লির পরিবর্তে কলকাতাতে ইডির দপ্তরে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক, অথবা ভার্চুয়াল ভাবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হোক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর ইডির পক্ষ থেকে জানানো হয়েছিল যে, কয়লা পাচার কাণ্ডের যে তদন্ত চলছে, তার সঙ্গে কলকাতার ইডির অফিসের তেমন কোনো যোগসূত্র নেই। এছাড়া ভার্চুয়াল ভাবে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রেও যথেষ্ট রকম সমস্যা রয়েছে। এ কারণে তাঁকে সশরীরে উপস্থিত হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের। ভার্চুয়াল ভাবে জিজ্ঞাসাবাদের যে প্রস্তাব পাঠিয়ে ছিলেন আইনমন্ত্রী, তা খারিজ করে দিয়েছে ইডি। এবার তাঁকে সশরীরে উপস্থিত হতেই হবে।

জানা যাচ্ছে, ইডির পক্ষ থেকে তাকে আগামী ২৩ সে সেপ্টেম্বর তাঁকে দিল্লিতে উপস্থিত হবার নির্দেশ দেয়া হয়েছে। তাই সেদিন দিল্লি রওনা দিচ্ছেন রাজ্যের আইন মন্ত্রি মলয় ঘটক। ইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে, পাঁচ বছরের ব্যাংকের সমস্ত লেনদেনের কাগজপত্র পেশ করতে হবে তাঁকে। কিছুদিন আগে ইডির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কয়লা পাচার কাণ্ডের তদন্তে একুশে সেপ্টেম্বর আবার তাকে তলব করা হয়েছে দিল্লিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!