এখন পড়ছেন
হোম > জাতীয় > আগামী লোকসভা নির্বাচনে কে হতে চলেছেন নরেন্দ্র মোদির বিকল্প মুখ?

আগামী লোকসভা নির্বাচনে কে হতে চলেছেন নরেন্দ্র মোদির বিকল্প মুখ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী দলগুলোকে একজোট হবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাই এর মঞ্চ থেকে তিনি যেমন এই বার্তা দিয়েছেন, তেমনি দিল্লি সফরকালেও একাধিক বিরোধী নেতা-নেত্রীর সঙ্গে বৈঠক করেছেন তিনি। তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কে হবেন বিকল্প মুখ? তা নিয়ে বিস্তর আলোচনা চলছে রাজনৈতিক মহলে। যা নিয়ে রয়েছে যথেষ্ট রকম প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ বিষয়ে আজ তৃণমূলের মুখপত্র জাগো বাংলা পত্রিকায় একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনে জানানো হয়েছে যে,রাহুল গান্ধী পারেননি, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ই হলেন নরেন্দ্র মোদির বিকল্প মুখ। অর্থাৎ, এর মাধ্যমে রাজ্যের শাসক দল তৃণমূল স্পষ্ট বুঝিয়ে দিতে চাইছে যে, আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিকল্প মুখ হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী দলগুলোর কাছেও আজ এই বার্তা দিয়েছে তৃণমূল।

প্রসঙ্গত,পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রাজ্য জয়ের আশায় বারবার রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে, বহু চেষ্টাতেও বিজেপিকে পর্যুদস্ত হতে হয়েছে তৃণমূল শিবিরের কাছে। আর বড় রকম জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। আবার ফিরে এসেছে রাজ্যের মসনদে। এরপর থেকেই জাতীয় রাজনীতির মঞ্চে নিজেকে তুলে ধরেছে রাজ্যের শাসক দল তৃণমূল। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় রাজনীতিতে নিজের প্রভাব বাড়াতে সচেষ্ট তৃণমূল। বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে বার্তা দিয়েছে তৃণমূল। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকল্প হিসেবে তুলে ধরলো তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!