এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > এগরায় আর্থিক সাহায্যের ঘোষনা করতেই মমতাকে চাপে ফেললেন শুভেন্দু ! জেনে নিন !

এগরায় আর্থিক সাহায্যের ঘোষনা করতেই মমতাকে চাপে ফেললেন শুভেন্দু ! জেনে নিন !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেশ কিছুদিন আগেই ঘটে যাওয়া এগরার ভয়াবহ বিস্ফোরণ নিয়ে রীতিমতো চাপ বাড়ছিল রাজ্য সরকারের। তবে শনিবার সেই এলাকায় গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। যেখানে আড়াই লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ সহ নিহত ব্যক্তিদের পরিবারের একজনকে হোম গার্ডের চাকরি দেওয়ার ঘোষণা করেছেন তিনি। আর এই পরিস্থিতিতে এই অর্থ এবং চাকরি নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন মালদহে একটি সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপরেই তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, “এটা কোনো চাকরি নয়, এক বছর পরপর রিনিউয়াল হয়। নয় থেকে বারো হাজার টাকা বেতন। শুধুমাত্র ইমেজ বিল্ড আপ করার জন্য মুখ্যমন্ত্রী এই কাজ করেছেন। আর কোনো মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ হতে পারে না। এই সামান্য অর্থ দিয়ে তিনি সমস্যার সমাধান করতে পারেননি। যদি তিনি সত্যিই সমস্যার সমাধান করতে চাইতেন, তাহলে তিনি অংকুরেই এই গোটা ঘটনার উৎপাটন করতেন এবং পদক্ষেপ নিতেন।”

বিশেষজ্ঞদের মতে, শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী এবং তার সরকার এগরার ঘটনায় ব্যাপক চাপে পড়েছিল। আর সেই কারণেই ঘটনাস্থলে গিয়ে নিজের ভাবমূর্তি স্বচ্ছ করতেই ক্ষতিপূরণ এবং চাকরির ঘোষণা করলেন তিনি। কিন্তু এই সামান্য ক্ষতিপূরণ এবং হোম গার্ডের চাকরি কি গোটা ঘটনার ক্ষতে প্রলেপ লাগানোর জন্য যথেষ্ট! ভবিষ্যতে যদি আবার এই ধরনের ঘটনা হয়, তখন কি করবে সরকার! কেন এই মৃত্যু বন্ধ করতে এবং বেআইনি বাজি কারখানার রমরমা রুখতে সরকারের পক্ষ থেকে গঠনমূলক পদক্ষেপ নেওয়া হলো না, তা নিয়ে প্রশ্ন তুলে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপের মুখে ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!