এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > উচ্চ মাধ্যমিকের ফলাফলের বিভ্রাটের জন্য দায়ী কে? সংসদের নির্দেশকে কেন্দ্র করে তীব্র চাপানউতোর

উচ্চ মাধ্যমিকের ফলাফলের বিভ্রাটের জন্য দায়ী কে? সংসদের নির্দেশকে কেন্দ্র করে তীব্র চাপানউতোর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে অকৃতকার্য পরীক্ষার্থীদের। একাধিক পরীক্ষার্থীর দাবি, তাদের খুব কম নম্বর দেয়া হয়েছে। অনেকের অভিযোগ, তাদেরকে অকৃতকার্য করানো হয়েছে। রাজ্যের স্থানে স্থানে চলছে পরীক্ষার্থীদের বিক্ষোভ। কোথাও রাস্তা অবরোধ করা হচ্ছে। কোথাও স্কুলে ভাঙচুর করা হচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, উচ্চ মাধ্যমিকের ফলাফলের এই বিভ্রাটের জন্য দায়ী কে? এ বিষয়ে স্কুলগুলিকেই এবার দায়ী করলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলাফলে বিভ্রাটের দায় স্কুলগুলির উপর জোর করে চাপিয়ে দিতে চাইছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, এমন অভিযোগ উঠেছে। স্কুলের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের মুচলেকা দেবার নির্দেশ দেয়া হয়েছে। যে মুচলেকায় সমস্ত কিছুর দায় স্কুলের উপর চাপিয়ে দেয়া হয়েছে। স্কুলের পক্ষ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে লিখতে বলা হয়েছে যে, বিদ্যালয়ের একাদশ শ্রেণির ফল পাঠানোর সময় করোনার কারণে তাঁদের ত্রুটির ফলে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ ফল পাঠানো হয়েছিল। ফলে অকৃতকার্য হয়েছে কিছু ছাত্র-ছাত্রী। ছাত্র-ছাত্রীদের পূর্বতন মার্কশিট সংগ্রহ করে তাঁরা সংসদে দিয়ে যাবেন ও নতুন মার্কশিট নিয়ে যাবেন। এই অঙ্গীকার তাঁরা করছেন। এই লেখার নিচে স্বাক্ষর করার নির্দেশ দেয়া হয়েছে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে।

এভাবে উচ্চ মাধ্যমিকের ফলাফলের বিভ্রাটের দায় স্কুলের উপর জোর করে চাপিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন একাধিক স্কুলের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকারা। এই অভিযোগে প্রধান শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। গতকাল, একাধিক স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকাদের এসআই অফিসে তলব করা হয়েছিল। তখনই তাঁদের হাতে এই মুচলেকা ধরানো হয়েছে বলে, জানা যাচ্ছে। একাধিক প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা জানিয়েছেন যে, সংসদের নিয়ম মেনেই ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফল তাঁরা পাঠিয়েছিলেন। বাকি কাজ সংসদ করেছে। ছাত্র ছাত্রীদের ক্ষোভ-বিক্ষোভের দায় স্কুলের উপর চাপিয়ে দেবার চেষ্টা করছে সংসদ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!