এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এই ইস্যুতে গৃহীত হলনা অনুব্রতর জামিনের আর্জি ! জেল হেফাজতের নির্দেশ আদালতের !

এই ইস্যুতে গৃহীত হলনা অনুব্রতর জামিনের আর্জি ! জেল হেফাজতের নির্দেশ আদালতের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকরী সংস্থা সিবিআই অধিকারীরা গ্রেপ্তার করার পর চোদ্দো দিনের জেল হেফাজতে ছিলেন বীরভূমের তৃনমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল। আর এমত পরিস্থিতিতে আবারো আদালতে তোলা হলে আজকেও জমিন পেলন না অনুব্রত ,আজ এই মালার শুনানীতে আবারো চোদ্দো দিনের জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআই বিশেষ আদালত।

সূত্রের খবর এদিন আবারো জামিনের আবেদন খারিজ হলো অনুব্রত মণ্ডলের। জানা যাচ্ছে অনুব্রত মণ্ডলের জামিনের বিরোধিতা কারণ হিসাবে  সিবিআইয়ের আইনজীবী জানান অনুব্রত  একজন অত্যন্ত প্রভাবশালী  তাই এই মুহুর্তে অনুব্রতকে জামিন দিলে গোটা তদন্ত প্রক্রিয়ায় প্রভাবিত হতে পারে । তবে এদিনের শুনানিতে দু পক্ষের আইনজীবীর সওয়াল জবাব শোনার পর আগামী ২১সে সেপ্টেম্বর পর্যন্ত আবারো জেল হেফাজত নির্দেশ দিল সিবিআই বিশেষ আদালতে। তবে সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!