এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > এই রাজ্যে ব্যাপক ভোট জয় বিজেপির, প্রায় ধুয়ে মুছে সাফ হাত শিবির

এই রাজ্যে ব্যাপক ভোট জয় বিজেপির, প্রায় ধুয়ে মুছে সাফ হাত শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দিনকে দিন বিজেপির শক্তি দেশের বিভিন্ন রাজ্যে বৃদ্ধি পেতে শুরু করেছে। এবার গোয়াতে পঞ্চায়েত নির্বাচনে 49 টি আসনের মধ্যে 32 টি আসনে জয় পেল ভারতীয় জনতা পার্টি। যেখানে মাত্র চারটি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কংগ্রেসকে। স্বাভাবিকভাবেই এই ফলাফল সামনে আসার সাথে সাথেই কার্যত উজ্জীবিত হয়ে পড়েছে গেরুয়া শিবির।

পাশাপাশি এই ঘটনায় কংগ্রেসের সংগঠন যে অনেকটাই মুখ থুবড়ে পড়ল, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। জানা গেছে, সোমবার গোয়ায় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। যেখানে বিজেপি 32 টি, নির্দল সাতটি, কংগ্রেস চারটি এবং এমজিপি তিনটি আসনে জয়লাভ করে। এছাড়াও এনসিপি এবং আম আদমি পার্টি একটি করে আসনে জয়লাভ করেছে।

স্বভাবতই অন্যান্য রাজনৈতিক দলগুলো দু-একটি করে আসন পেলেও, কংগ্রেসের মত সর্বভারতীয় দল এখানে মোট চারটি আসন দখল করায় কার্যত হতাশা তৈরি হয়েছে হাত শিবিরের অন্দরমহলে। পাশাপাশি বিজেপি 32 টি আসন দখল করে নিয়ে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এদিন এই ফলাফলে অত্যন্ত খুশি হয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। এদিন তিনি একটি টুইট করে লেখেন, “এরকমই বিশ্বাস আর ভরসা এগিয়ে নিয়ে গিয়ে গোয়াকে শ্রেষ্ঠ আর আত্মনির্ভর রাজ্য বানাতে সাহায্য করুন। গ্রামীণ ভোটাররা বিজেপির নেতৃত্ব আর রাজ্য সরকারের প্রতি ভরসা দেখিয়েছেন। অনেক জেলা পঞ্চায়েত এলাকায় দল বিশাল ভোটে জয়ী হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি মানুষ এইরকম ভাবে তাদেরকে সমর্থন করায় সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন প্রমোদ সাওয়ান্ত। এদিকে দল এত ভালো ফলাফল করার প্রতিক্রিয়া দিয়েছেন গোয়ার বিজেপি সভাপতি সদানন্দ শেঠ। এদিন তিনি বলেন, “এই ফলাফল দেখায় যে মানুষ বিজেপির সাথে আছে। এই ফলাফল এটাও প্রমাণ করে যে, রাজ্যে 2022 হতে চলা নির্বাচনের ফলাফল কি হবে! রাজ্যে দল সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সাথে সরকার গঠন করবে।”

বিশ্লেষকদের একাংশ বলছেন, গোটা দেশজুড়ে বর্তমানে বিজেপির বিরুদ্ধে নানা ইস্যুতে সরব হচ্ছেন বিরোধীরা। যার মধ্যে অন্যতম কৃষক আইন। এর বিরুদ্ধে রাস্তায় নামতে দেখা গেছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে। তাই এই পরিস্থিতে গোয়ায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কেমন ফলাফল করবে, তা নিয়ে চিন্তায় ছিলেন বিজেপির নেতারাও।

কিন্তু এমত পরিস্থিতিতে গোয়ার নির্বাচনে বিজেপির ব্যাপক মাত্রায় সাফল্য অর্জন বিরোধীদের অনেকটাই চাপে ফেলে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কংগ্রেসের মত বিরোধী রাজনৈতিক দল যেভাবে গেরুয়া ঝড়ে এখানে কার্যত ধুলিস্যাৎ হয়ে গেল, তাতে হাত শিবির কিভাবে ঘুরে দাড়ায়, সেটাও দেখার বিষয় সকলের কাছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!