এখন পড়ছেন
হোম > অন্যান্য > শনিদেবের কৃপাদৃষ্টি পেলেই সব মুস্কিল আসান! আজ কিভাবে তা খুব সহজেই লাভ করবেন? রইল খুঁটিনাটি

শনিদেবের কৃপাদৃষ্টি পেলেই সব মুস্কিল আসান! আজ কিভাবে তা খুব সহজেই লাভ করবেন? রইল খুঁটিনাটি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ শনিবার। আজ অনেক বাড়িতেই নিরামিষ খাওয়া হয়। আচার মেনে হয়তো প্রতিদিনই নিয়মিত ঠাকুর পুজো করেন। তাও মনে মনে বলেন, “এতো পুজো-আচ্চা করি তাও ঠাকুর মুখ তুলে চায় না!” দেখুন, নিজের জন্য ভাল সময় নিয়ে আসতে গেলে তো নিজেকেই নিজের পরিশ্রম ও বুদ্ধি-বিবেচনা দিয়ে চেষ্টা করতে হবে।

আবার, জ্যোতিষ শাস্ত্র বলে, সাফল্যের জন্য নিজের প্রচেষ্টার পাশাপাশি দেবতার আশীর্বাদ পাওয়া খুবই প্রয়োজনীয়। এমনকি, পূজা পাঠের ক্ষেত্রে কিছু ব্যাপার মাথায় রাখলে দেবতার কৃপাদৃষ্টি লাভ হবে, এমনটাই মনে করেন জ্যোতিষরা। তারা এও বলেন, সপ্তাহের প্রতিটি বারেই কোনো না কোনো দেবী-দেবতা অধিষ্ঠিত থাকেন। যারা পূজা করেন তারা যদি সেই সেই দিনে বিশেষ ভাবে সেই বারের অধিষ্ঠিত দেবী বা দেবতার আরাধনা করেন, তবে তার শুভ ফল আপনার জীবনে পড়বে।

শাস্ত্র মতে, সোমবার যেমন শিবের বার, শনিবার তেমনই গ্রহরাজ শনিদেবের বার। কাজেই এই দিনটিতে শনিপুজো করলে আপনার জীবনে শনিদেবের কৃপাদৃষ্টি পড়বে, এমনটাই বিশ্বাস করা হয়ে থাকে।

শনিদেবের পূজা জেনে আপনি হয়তো ভয় পাচ্ছেন। ভাবছেন, যদি পুজোয় কোনো ভুল ত্রুটি হয় তবে তো রক্ষা নেই! উল্টে, আরো শনির প্রকোপে পড়বেন। চিন্তা করবেন নাই। জ্যোতিষ শাস্ত্রবিদরাই বলে দিয়েছেন কী ভাবে শনিবারে শনি পুজো করে আপনি আপনার ভাগ্য ফেরাবেন। আসুন জেনে রাখি, কী কী পদ্ধতিতে শনিবারে শনি পুজো করলে আমরা আমাদের জীবনের হাজারো সমস্যা থেকে মুক্ত পেতে পারি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

★ বাজার থেকে জোগাড় করতে হবে কালো জিরে, কালো মাসকলাই, নীল বস্ত্র, পাঁচ রকমের ফল, মোমবাতি, ধূপ।

★ জ্যোতিষ শাস্ত্র বলে শনিবার সকাল থেকেই উপবাসে থাকতে হবে, আর না-চালা গমের আটা দিয়ে দুটি রুটি তৈরি করতে হবে।

★ জ্যোতিষ শাস্ত্র বলে দুটি রুটিকে ঘি দিয়ে মেখে একটি রুটি খাওয়াতে হবে কুকুরকে, আর আরেকটি খাওয়াতে হবে গরুকে। হয়ে গেলো আপনার সকালের কাজ।

★জ্যোতিষ শাস্ত্র বলে  সূর্যাস্ত হলে আপনাকে যেতে হবে শনি মন্দিরে। সেখানে শনিদেবের বিগ্রহের সামনে বাজার থেকে সংগ্রহ করা পাঁচ ধরনের ফল, মাসকলাই ও কালোজিরে দিয়ে দিতে হবে। ধূপ আর মোমবাতি জ্বালিয়ে দিন। মনে রাখবেন, সব কিছু মন্দিরেই রেখে আসবেন৷ কিছু বাড়িতে ফিরিয়ে আনবেন না৷

★ জ্যোতিষ শাস্ত্র বলে এর পর চোখ বন্ধ করে একমনে শনিদেবের কাছে প্রার্থনা জানিয়ে ১০৮ বার শনিদেবের মন্ত্র জপ করতে হবে। শাস্ত্র মতে শনিদেবের কাছে যে মন্ত্রটি জপ করা হয়, তা হলো —
ওঁ ঐং হ্রীং শ্রীং শনৈশ্চরায় নমঃ

★ এবার একটি কাজ করার পরামর্শ দেন শাস্ত্রবিদরা৷ তারা বলেন, শনিদেবের সেই মন্ত্র ১০৮ বার জপ করা হয়ে গেলে, কম করে একবার হনুমান চল্লিশা পাঠ করা উচিৎ। শাস্ত্রে আছে, হনুমানজীকে আরাধনা করলে শনিদেবের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়। কাজেই হনুমান চল্লিশা পাঠ করলে শনিদেব অত্যন্ত খুশি হন।

জ্যোতিষ শাস্ত্র বলে শনিবার করে এই ভাবে শনিপূজা করলেই আপনার প্রতি শনিদেবের কৃপা বর্ষিত হবে।

তবে, দুটি ব্যাপার অবশ্যই স্মরণে রাখবেন। প্রথমত, শনিপুজো বাড়িতে করবেন না৷ আর শনি মন্দিরের কোনো পুজোর সামগ্রী বাড়িতে ফিরিয়ে আনবেন না। এমনকি প্রসাদও বাড়ির বাইরে খাবেন৷

দ্বিতীয়ত, বাড়িতে নিত্যপুজো ছাড়া অন্য কোনো পুজো করার আগে তার বিধি বিধান সম্পর্কে সঠিক কোনো পুরোহিতের সাথে আলোচনা করে নেওয়া বাঞ্ছনীয়।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!