এখন পড়ছেন
হোম > জাতীয় > একাধিক রাজ্যে নির্বাচনের মুখে কৃষকদের জন্য বিশেষ উপহার কেন্দ্রীয় সরকারের

একাধিক রাজ্যে নির্বাচনের মুখে কৃষকদের জন্য বিশেষ উপহার কেন্দ্রীয় সরকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একাধিক রাজ্যে ভোটের মুখে কৃষকদের জন্য বিশেষ উপহার নিয়ে এলো কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অধীনে কিস্তি একাউন্ট স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যে একাউন্টে ৩ কিস্তিতে ২০০০ টাকা দেওয়া হবে কৃষকদের। সম্প্রতি, একদিকে নানা রাজ্যে ভোট, অন্যদিকে দিল্লি সীমানায় আন্দোলনরত কৃষকেদের শান্ত করতেও, এমন পদক্ষেপ নিতে পারে কেন্দ্র, অভিমত একাধিক বিশ্লেষকদের।

কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অন্তর্ভুক্ত হতে গেলে উপভোক্তার ১ লা ডিসেম্বর ২০১৯ থেকে আধার কার্ড থাকা বাঞ্চনীয়। তাঁর ব্যাংকের পাস বইয়ের সঙ্গে আধার কার্ড সংযুক্ত থাকতে হবে। আবার, উপযুক্ত ডকুমেন্ট থাকার পরও এই সুবিধা না পাওয়া গেলে ০১১-২৪৩০০৬০৬ এই নম্বরে যোগাযোগ করার নিদান দেওয়া হয়েছে। দেশের মোট ১১ কোটি কৃষককে এই অর্থ সাহায্য দেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যে সমস্ত কৃষক প্রাক্তন ও বর্তমান জেলা পঞ্চায়েতের সদস্য, যারা কাউন্সিলর, যারা বিধায়ক, যারা সংসদ সদস্য পদে অধিষ্ঠিত আছেন, তাদের এই প্রকল্পের আওতা থেকে বাইরে রাখা হচ্ছে। আবার কেন্দ্র ও রাজ্য সরকারের যে কোন বিভাগে, যে কোন পদে কর্মরত কৃষকেরা এই সুবিধা পাবেন না। আবার যে সমস্ত কৃষকরা আয়কর দিয়ে থাকেন, যারা পেনশনের অন্তর্ভুক্ত আছেন, তাদেরও এই সুবিধা থেকে বাইরে রাখা হবে।

বেশকিছু বিশ্লেষক জানাচ্ছেন যে, দিল্লি ও দিল্লির সীমান্তে বেশ কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে একাধিক কৃষক সংগঠনের। কেন্দ্রীয় নয়া কৃষি আইন বাতিলের দাবিতে সোচ্চার তাঁরা। কেন্দ্রের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকের পরেও নিজেদের অবস্থান থেকে তারা সরে আসেননি। এ অবস্থায় কৃষকদের আর্থিক সাহায্য দিয়ে তাদের কিছুটা শান্ত করার পরিকল্পনা নিতে পারে কেন্দ্রীয় সরকার।

তবে, অনেকে এটাও মনে করছেন যে, দিল্লি সীমান্তে আন্দোলনরত মুষ্টিমেয় কৃষকেরা মোটেই সারাদেশের কৃষকেদের মুখ নন। বিশেষত প্রজাতন্ত্র দিবসের দিন যে তাণ্ডব দেখিয়েছেন তাঁরা, তাতে অনেকেই মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। অনেকেই তাদের উদ্দেশ্য, কীর্তিকলাপ নিয়েও সন্দেহ প্রকাশ করতে পিছপা হচ্ছেন না।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!