একের পর এক নেতা গ্রেপ্তার, জামিনের প্রশ্নে বড় বার্তা এই হেভিওয়েটের! তৃণমূল রাজনীতি রাজ্য August 12, 2022 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পার্থ চট্টোপাধ্যায়ের পর গরু পাচারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে। তবে অতীতেও তৃণমূলের অনেক হেভিওয়েটকে গ্রেফতার করা হলেও, বেশ কিছুদিনের মধ্যেই তারা জামিন পেয়ে গিয়েছেন। স্বভাবতই এক্ষেত্রেও তাই হবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে বড় প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আমরা চাই, তদন্ত আরও জোরদার হোক। কিন্তু জামিন তো কোর্টের বিষয়। খুন হলেও 90 দিনের মধ্যে জামিন পেয়ে যায়। তবে যারা দোষ করেছে তাদের শাস্তি দেওয়া ইডি, সিবিআইয়ের কাজ।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত দোষীদের প্রকৃত শাস্তি দেওয়ার দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -