এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > একশো পেরোতেই নাস্তানাবুদ বিজেপি, মোদী- শাহের দিকেই আঙুল তুলছে একাংশ!

একশো পেরোতেই নাস্তানাবুদ বিজেপি, মোদী- শাহের দিকেই আঙুল তুলছে একাংশ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   রাজ্যে এসে প্রচারে নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহো দাবি করেছিলেন, “আপ কি বার, 200 বার।” স্বাভাবিক ভাবেই নির্বাচনের পর গণনার ফল প্রকাশের আগে থেকেই বিজেপির নেতা কর্মীরা সেই মত করে প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। অনেকেই গেরুয়া আবির কিনে বাড়িতে মজুত করতে শুরু করেছিলেন। কিন্তু আজ ইভিএম খোলার সাথে সাথেই খেলা ঘুরে যেতে শুরু করল। যে বিজেপির পক্ষ থেকে শীর্ষ নেতারা রাজ্যে এসে দুশো আসন পার করার কথা ভেবেছিলেন, সেই বিজেপি কার্যত মুখ থুবড়ে পড়েছে। এখন 100 আসন পার করতে গিয়েই কার্যত নাস্তানাবুদ খেতে হচ্ছে গেরুয়া শিবিরকে।

 

স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় লাগাতার প্রচার করে বাংলায় তারা 200 আসন দখল করবে বলে দাবি করলেও, কেন এই পরিস্থিতি হল, এখন সেটা নিয়েই বিশ্লেষণ শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরমহলে। অনেকেই বলতে শুরু করেছেন, কেন্দ্রীয় নেতারা এর জন্য কিছুটা হলেও দায়ী। বাংলার পরিস্থিতি এবং সম্ভাবনার ওপর ভিত্তি করে কেন্দ্রীয় নেতারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা ভোটবাক্সে ফলপ্রসূ হয়নি। আর তাই তৃণমূল কংগ্রেস বিজেপির পক্ষ থেকে যে 200 আসন পার করার কথা বলা হচ্ছিল, তা তৃণমূলের পক্ষে চলে গিয়েছে বলে মনে করছেন গেরুয়া শিবিরের একাংশ।

এদিন এই প্রসঙ্গে বিজেপির এক শীর্ষ নেতা বলেন, “যারা সেনাপতি হয়েছিলেন, জিতলে তারা কৃতিত্ব নিতেন। এখন হারের দায় তাদেরকেই নিতে হবে।” অর্থাৎ বিজেপির মধ্যে এখন দুজন না বেরোনো নিয়ে একে অপরের উদ্দেশ্যে দোষারোপ, অভিযোগ-পাল্টা অভিযোগের পালা শুরু হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যের নেতারা চেয়েছিলেন, তাদের ওপর বাংলার দায়িত্ব ছেড়ে দেওয়া হোক। কিন্তু প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বারবার রাজ্যে এসে বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করতে হস্তক্ষেপ করেছেন।

 

তবে তা যে খুব একটা সঠিক হয়নি, তা আজকের ফলাফলের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গেল বলে দাবি করছেন গেরুয়া শিবিরের অনেক কর্মী-সমর্থকরা। যার ফলে রাজ্য বিজেপির নেতাদের একাংশের প্রশ্নের মুখে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে দাবি করে আসছিলেন, এবার রাজ্যে সরকার গঠন করছে বিজেপি, ফলাফলের মধ্যে দিয়ে তা ভেস্তে গেল। শুধু তাই নয়, বিজেপির পক্ষ থেকে এক প্রকার সংখ্যা দিয়ে 200 আসন দখল করা হচ্ছে বলেও দাবি করা হয়েছিল।

স্বয়ং প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই দাবি করে প্রচারে বাজিমাত করেছিলেন। কিন্তু সেই দাবি যখন একশোর গণ্ডি পেরোতে পারল না, তখন প্রশ্ন আরও জোরালো হয়ে উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। স্বভাবতই এর ফলে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!