এখন পড়ছেন
হোম > জাতীয় > গেরুয়া ঝড় তুলতে আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী

গেরুয়া ঝড় তুলতে আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ২০ টি করে জনসভা করবেন বলে শোনা গিয়েছিল। সেই সূত্রেই আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের ভোট যুদ্ধ শুরু হতে চলেছে আগামী ২৭ সে মার্চ। প্রথম দফা ভোটের আগেই তিনটি জনসভা করতে রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী।

আগামী ১৮ তারিখ রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রীর। আগামী ১৮ থেকে ২১ সে মার্চ পর্যন্ত রাজ্যে প্রধানমন্ত্রীর ৩টি জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ১৮ ই মার্চ পুরুলিয়াতে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী, আগামী ২০ সে মার্চ কাঁথিতে তিনি জনসভা করবেন, আবার আগামী ২১ সে মার্চ জনসভা করবেন তিনি বাঁকুড়াতে। উল্লেখযোগ্য, এই তিনটি স্থানেই নির্বাচন হতে চলেছে প্রথম দফায়। নির্বাচনের পূর্বেই গেরুয়া ঝড় তুলতে এই তিন কেন্দ্রকে বেছে নিয়েছে বিজেপি প্রধানমন্ত্রীর জনসভাস্থল হিসেবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি প্রধানমন্ত্রীর ব্রিগেড অনুষ্ঠিত হয়েছিল। ব্রিগেড থেকে প্রধানমন্ত্রী আসল পরিবর্তনের বার্তা দিয়েছেন। বাংলাকে তার হারিয়ে যাওয়া গৌরব আবার ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। জানিয়েছেন আগামী দিনে বাংলা আবার পথ দেখাবে সমগ্র দেশকে। আগামী ২৫ বছর হবে বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিগেড মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ইতিপূর্বে, হুগলির জনসভা থেকেও রাজ্যের শাসক দল তৃণমূলকে একহাত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অন্যদিকে, আজ নন্দীগ্রাম থেকে মনোনয়নপত্র জমা দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন তিনি। সম্প্রতি নন্দীগ্রামের সিংহবাহিনী মন্দিরে পুজো দিতে এসেছেন শুভেন্দু অধিকারী। এই মন্দিরে পূজা দেবার পর পুজো দিতে চলেছেন তিনি জানকীনাথ মন্দিরে। বিজেপি সূত্রের খবর, আজ ক্ষুদিরাম মোড় থেকে চলবে শুভেন্দু অধিকারীর রোডশো বেলা ১১ টায়। এরপর, হলদিয়ার মহকুমা শাসকের দপ্তরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেবেন তিনি। আজ শুভেন্দু অধিকারী সঙ্গে থাকতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও বাবুল সুপ্রিয়। অন্যদিকে আজ শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে নামার কথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!