এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নির্বাচনের আগে জমছে খেলা, এবার বিজেপির ঘর ভাঙলো তৃণমূল !

নির্বাচনের আগে জমছে খেলা, এবার বিজেপির ঘর ভাঙলো তৃণমূল !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হতে না হতেই শাসক থেকে বিরোধী প্রতিটি রাজনৈতিক দল আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে। প্রত্যেকেই চেষ্টা করছে, বিরোধী দলের নেতা-নেত্রীদের ভাঙিয়ে নিজেদের দলে যোগদান করাতে। এক্ষেত্রে বিজেপিতে যেমন যোগদান পর্ব অনুষ্ঠিত হতে দেখা গেছে, ঠিক তেমনই তৃণমূল কংগ্রেসও বিজেপিকে এই যোগদানের দিক থেকে টেক্কা দিতে চাইছে। আর এমতাবস্তায় এবার ফের বড়সড় ভাঙ্গন ঘটল বিজেপিতে।

সূত্রের খবর, এদিন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার নেতা নেত্রী সহ প্রায় 800 বিজেপি কর্মী যোগদান করেন তৃনমূল কংগ্রেসে। জানা গেছে, এদিন হাড়োয়ায় এই দলবদল প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। যেখানে তৃণমূলের হেভিওয়েট নেতা নেত্রীরা বিজেপি থেকে আসা নেতাদের দলের স্বাগত জানিয়ে তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।

কিন্তু বিজেপির কোন কোন হেভিওয়েট নেতা, নেত্রী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন? ঘাসফুল শিবিরের দাবি, বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার কোষাধক্ষ্য অনুপম দাস, বসিরহাট সাংগঠনিক জেলার মৎস্য কনভেনার বাসন্তি ঘোষ সহ প্রায় 800 বিজেপি নেতা কর্মী এদিন তাদের দলে যোগ দিয়েছেন। যাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাড়োয়ার তৃণমূল বিধায়ক শেখ হাজী নুরুল ইসলাম, হাড়োয়া ব্লক তৃণমূল সভাপতি শফিক আহমেদ, অঞ্চল তৃনমূলের সভাপতি ভূষন চন্দ্র দাস এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য সঞ্জু বিশ্বাস।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু হঠাৎ করেই তারা কেন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন? দলবদল কারীদের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করোনা এবং ভয়াবহ দুর্যোগের মোকাবিলা করছেন, তাতে তার কর্মযজ্ঞের শামিল হতেই তারা তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছেন। পাশাপাশি বিজেপি মানুষকে বঞ্চিত করছে। তাই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতেই তাদের এই পদক্ষেপ বলে জানিয়েছেন বিজেপি ত্যাগী নেতা নেত্রীরা। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বিজেপি চাইছে তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙতে। কিন্তু যেভাবে প্রচুর বিজেপি কর্মী এদিন বিজেপির ঘর ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, তাতে গেরুয়া শিবির অনেকটাই চাপে পড়ল।

যেভাবে দলবদল কারীরা বিজেপির দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন বলে জানিয়ে দিলেন, তাতে গেরুয়া শিবিরের ভেতরের ঐক্য অনেকটাই ভেঙে পড়তে পারে বলে মনে করছে একাংশ। যদিও বা এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় জনতা পার্টি। তাদের দাবি, এর ফলে তৃণমূল কোনো লাভ করতে পারবে না। কিন্তু লাভ, ক্ষতির অংক আগামী বিধানসভা ভোটের ভোটবাক্স খোলার পরেই দেখা যাবে। তার আগে এই দলবদলের পালায় শেষ পর্যন্ত কারা উত্তীর্ণ হয়, তার দিকেই নজর থাকবে সমগ্র রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!