এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশ বাঁচাতে সীমান্তে অতন্দ্র পাহারায় থাকা সেনাদের ভোটের জন্য বিশেষ ব্যবস্থা নির্বাচন কমিশনের

দেশ বাঁচাতে সীমান্তে অতন্দ্র পাহারায় থাকা সেনাদের ভোটের জন্য বিশেষ ব্যবস্থা নির্বাচন কমিশনের

গত 14 ই ফেব্রুয়ারি ভারতের জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় পাক মদতপুষ্ট জঙ্গী সংগঠনের পক্ষ থেকে চালানো নৃশংস হামলার পর থেকেই সীমান্তের নিরাপত্তায় থাকা দেশের জওয়ানদের দায়িত্ব বহুগুণে বেড়েছে। ইতিমধ্যেই কাশ্মীর সহ গোটা পাক সীমান্তে মোতায়েন করা সেনার সংখ্যাও অনেকটা বাড়ানো হয়েছে।

আর অন্যদিকে ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীকেও বুথে বুথে মোতায়েন করবে নির্বাচন কমিশন। ফলে সীমান্তে ভোটের ডিউটিতে দায়িত্বে থাকা সেই আধা সামরিক বাহিনী জওয়ানরা ঠিক কিভাবে ভোট দেবেন এবার তার জন্য একটি বিশেষ ব্যবস্থা করল দেশের নির্বাচন কমিশন। কিন্তু কি সেই ব্যবস্থা?

সূত্রের খবর, ইটিপিবিএস অর্থাৎ ইলেকট্রনিক ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম নামক একটি ব্যবস্থায় মনোনয়নপত্র প্রত্যাহারের পর প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ার 24 ঘন্টার মধ্যেই এই আধা সামরিক বাহিনীর জওয়ানরা যেখানে থাকবেন, সেখানে বৈদ্যুতিন মাধ্যমে তাদের ব্যালট পৌঁছে যাবে। আর যে ব্যালটের মাধ্যমে কিউআর কোড দেওয়া থাকবে।

জানা গেছে, আধাসেনারা তাদের মেল আইডি মারফত সেটাকে ডাউনলোড করে সেই ব্যালটের প্রিন্ট আউট বের করে তিনি যে লোকসভা কেন্দ্রের ভোটার সেখানকার রিটার্নিং অফিসারের কাছে সাত দিনের মধ্যে পাঠিয়ে দিতে পারবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, এতদিন এই ধরনের নির্বাচনে এই সমস্ত সার্ভিস ভোটারের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা থাকলেও দেশের সীমান্তবর্তী এলাকায় সেই পোস্টার ব্যালট পৌঁছতে অনেক দেরি হয়ে যেত বলে মাঝে মধ্যেই অভিযোগ উঠত। আর এবারে সেই সমস্যা মেটাতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মাধ্যমে অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করায় খুশি সেই আধা সামরিক বাহিনীর জওয়ানরাও।

সূত্রের খবর, গতকাল এই ব্যবস্থা সম্পর্কে সকলকে অবহিত করতে বিভিন্ন রেজিমেন্টের সেনা কর্তাদের নিয়ে কলকাতার ফোর্ট উইলিয়ামে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব, অতিরিক্ত সিইও সঞ্জয় বসু, ডেপুটি সিইও অঞ্জন ঘোষ সহ অন্যান্যরা।

আর সেখানেই কিভাবে এই গোটা প্রক্রিয়া চালানো হবে এবং কিভাবে সেই আধা সামরিক বাহিনীর জওয়ানরা নিজেদের ভোটদান করবেন সেই ব্যাপারে পুরো প্রক্রিয়া সম্পর্কে তাদের বোঝানো হয়। সব মিলিয়ে এবার দেশকে রক্ষা করবার জন্য সীমান্তে অতন্দ্র পাহারায় থাকা সেনা জওয়ানরাও যাতে ভোট দিতে পারেন তার জন্য অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করল দেশের নির্বাচন কমিশন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!