এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ইভিএম পৌঁছে গেলেও স্ট্রংরুমে তালা নেই, পরিদর্শনে গিয়েই ক্ষোভ খগেন মুর্মুর!

ইভিএম পৌঁছে গেলেও স্ট্রংরুমে তালা নেই, পরিদর্শনে গিয়েই ক্ষোভ খগেন মুর্মুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল মালদহ এবং মুর্শিদাবাদে ভোট ছিল। নিয়ম অনুযায়ী, ভোটের পরে সমস্ত ইভিএম চলে যায় স্ট্রংরুমে। আর তারপর সেই স্ট্রংরুমে তালা দিয়ে দেওয়া হয়। কিন্তু উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে স্ট্রংরুমে ইভিএম পৌঁছে গেলেও সেখানে তালা নেই বলে অভিযোগ।  সেই স্ট্রংরুম পরিদর্শন করে রীতিমত ক্ষোভ উগরে দিয়েছেন উত্তর মালদহে বিজেপি প্রার্থী খগেন মুর্মু।

সূত্রের খবর, বুধবার স্ট্রংরুম পরিদর্শন করতে গিয়ে খগেন মুর্মু দেখেন যে, সেখানে তালা দেওয়া নেই। আর তারপরেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। পরবর্তীতে জেলা শাসকের সঙ্গে ফোনে কথা বলতেও দেখা যায় তাকে। অর্থাৎ তালা না দেখে কোথাও একটা ইভিএমে কারচুপির আশঙ্কা করছেন উত্তর মালদহের বিজেপি প্রার্থী। যাকে কেন্দ্র করে ভোটের পরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে উত্তর মালদহে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!