এখন পড়ছেন
হোম > জাতীয় > ১০-১২ হাজার সমর্থককে নিয়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন সিপিএম বিধায়ক

১০-১২ হাজার সমর্থককে নিয়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন সিপিএম বিধায়ক

ভোটের দামামা বাজতেই বড়সড় দল পরিবর্তন হতে চলেছে ত্রিপুরাতে। সূত্রের খবর অমরপুরের প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন আচার্য্য প্রায় ১০-১২ হাজার সমর্থক নিয়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন। প্রসঙ্গত, সিপিএমের বিধায়ক থাকাকালীন অমরপুর মহকুমায় খুব ভালো ভাবমূর্তি ছিল মনোরঞ্জনবাবুর। তাঁর অভিযোগ, দলীয় বিধায়ক থাকাকালীনই দলের একাংশ তাঁর সঙ্গে চরম প্রতারণা ও জঘন্য চক্রান্ত করে। পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে তাঁকে নাবালিকার শ্লীলতাহানির মত গুরুতর ব্যাপারে জড়িয়ে দেওয়া হয়। এমনকি একই অভিযোগে তাঁকে দল থেকে বহিস্কার করাও হয়। দলের একাংশ সেই সময় তাঁর পাশে থাকলেও, সংখ্যাগরিষ্ঠ নেতাই এক শীর্ষনেতার মদতে তাঁকে কালিমালিপ্ত করেন বলেও অভিযোগ। এরপরে অবশ্য সেই মামলা থেকে সসম্মানে নিষ্কৃতি পান।

আর এবার তিনি দলীয় সেইসব নেতাদের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নিতে চান বলে ত্রিপুরা রাজনীতিতে খবর। তিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। কিন্তু কোনোমতেই তিনি আর তাঁর পুরোনো দলে ফিরছেন না ইটা নিশ্চিত। তিনি চান, তাঁর বিরুদ্ধে যাঁরা ‘ষড়যন্ত্র’ করেছিলেন তাঁদের ‘মুখোশ’ খুলে দিতে। তিনি নিজে ব্যক্তিগতভাবে চান বিজেপিতে যোগ দিতে। কিন্তু তার আগে আজ তিনি দলীয় কর্মীদের সঙ্গে বসবেন। সেখানেই দলীয় কর্মীদের মত নিয়ে ঠিক করবেন নিজের রাজনৈতিক ভবিষ্যৎ। কিন্তু সূত্রের খবর, মনোরঞ্জন বাবুর বিরুদ্ধে হওয়া ‘প্রতারণার’ প্রতিকার করতে কর্মীরাও নাকি চান তিনি বিজেপিতে যোগদান করুন। আর তাই প্রায় ১০-১২ হাজার কর্মী নিয়ে শীঘ্রই তিনি বিজেপিতে যোগদান করতে পারেন বলে জানা যাচ্ছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই ভোটের আগে রীতিমত সরগরম ত্রিপুরা রাজনীতি। শোনা যাচ্ছে, নির্বাচনের আগে আরো বেশ কিছু সিপিএম নেতা সমর্থক সহ বিজেপিতে যোগ দিতে পারেন, এঁরা সকলেই নাকি সিপিএমের এক শীর্ষনেতার ‘ষড়যন্ত্রের’ শিকার হয়ে দলে কোনঠাসা হয়ে পড়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!