এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ফালাকাটা ও হেমতাবাদ আসনে কবে হবে উপনির্বাচন? জেনে নিন

ফালাকাটা ও হেমতাবাদ আসনে কবে হবে উপনির্বাচন? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  মার্চ মাসে করোনা ভাইরাসের আগমনের কারণে সমস্ত রকম কর্মসূচি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় নির্বাচনের মত গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক দূরত্ব পালন করা বাধ্যতামূলক হওয়ায় একাধিক মেয়াদ উত্তীর্ণ পৌরসভার নির্বাচন সহ একাধিক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের স্থগিত হয়ে যায়। স্বাভাবিকভাবেই কবে এই নির্বাচন হবে, তা নিয়ে গুঞ্জন তৈরি হয় গোটা রাজ্যজুড়ে। বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা হলেও স্থিতাবস্থার আকার নিয়েছে। আর এই অবস্থায় আগামী 3 এবং 7 নভেম্বর দেশের 11 টি রাজ্যের 56 টি বিধানসভা এবং 1 টি লোকসভা আসনের উপ-নির্বাচনের কথা জানাল নির্বাচন কমিশন।

তবে আশ্চর্যের বিষয় যে 56 টি বিধানসভা আসনের নির্বাচন হতে চলেছে, তার মধ্যে নাম নেই পশ্চিমবঙ্গের ফালাকাটা এবং হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের। স্বভাবতই ফালাকাটা বিধানসভা কেন্দ্রের নির্বাচনের প্রস্তুতি নিয়ে যখন সমস্ত রাজনৈতিক দল ময়দানে নেমে পড়েছে, তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশের অন্যান্য রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলোর নির্বাচনের কথা ঘোষণা করা হলেও, কেন পশ্চিমবাংলার দুটি বিধানসভা আসন ফাঁকা থাকা সত্ত্বেও, সেখানে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হল না, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশের 11 টি রাজ্যের 56 টি বিধানসভা আসন এবং 1 টি লোকসভা আসনের উপ- নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। এর মধ্যে সবথেকে বেশি আসন রয়েছে মধ্যপ্রদেশে। সেখানকার 28 টি বিধানসভা আসনে এই ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। তবে দেশের অন্যান্য রাজ্যগুলোর একাধিক আসনে উপনির্বাচন হলেও, কেন পশ্চিমবাংলার ফালাকাটা এবং হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন করানো হলো না!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, এই ফালাকাটা বিধানসভা কেন্দ্রে প্রায় এক বছরের মত সময় হয়ে গেছে বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে। যেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক অনিল অধিকারী প্রয়াত হয়েছেন। স্বাভাবিকভাবেই মনে করা হয়েছিল, সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। কিন্তু দেশের অন্যান্য রাজ্যে ব্যাপক সংখ্যক বিধানসভা আসনের উপ-নির্বাচনের কথা ঘোষণা করলেও, সেই তালিকা থেকে বাদ থেকে গেল ফালাকাটা বিধানসভা কেন্দ্রের নাম। কেন এমনটা হল?

এদিন এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, “রাজ্যের মুখ্যসচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিক যেহেতু এই মুহূর্তে ভোট করানোর ক্ষেত্রে সমস্যা রয়েছে বলে জানিয়েছেন, তাই এই দুই আসনের উপনির্বাচন আপাতত না করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” অর্থাৎ এক্ষেত্রে নির্বাচন কমিশন নয়। রাজ্য সরকারের মুখ্যসচিব এবং রাজ্য নির্বাচন কমিশন আপত্তি জানানোর কারণেই যে নির্বাচন কমিশন তার দিনক্ষণ ঘোষণা করতে পারেনি, তা কার্যত স্পষ্ট করে দেওয়া হল। কিন্তু কেন রাজ্যের প্রশাসনিক আধিকারিক এবং রাজ্য নির্বাচন কমিশন এই ব্যাপারে আপত্তি জানাল! তা নিয়ে তৈরি হয়েছে সংশয়. তাহলে কি রাজ্য সরকার এই দুই বিধানসভা কেন্দ্র বিধায়কহীন অবস্থায় রাখতে চায়? একেবারে আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে এই দুই বিধানসভা কেন্দ্রের নির্বাচন করতে চায় রাজ্য?

এখন তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। সব মিলিয়ে ভারতবর্ষের একাধিক রাজ্যের শূন্য থাকা বিধানসভা আসনের নির্বাচন হলেও, সেখান থেকে গেল বাংলার দুই বিধানসভা কেন্দ্র ফালাকাটা এবং হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এখন দেখার বিষয়, এই দুই কেন্দ্রের উপনির্বাচনের ব্যাপারে কমিশনের পক্ষ থেকে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়! যার দিকে নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!