এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফালাকাটায় জয় পেতে নয়া কৌশল তৃণমূলের! জেনে নিন বিস্তারিত

ফালাকাটায় জয় পেতে নয়া কৌশল তৃণমূলের! জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট:- 2021 এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের কাছে এই সুযোগ নিজেদের অস্তিত্ব প্রমাণ করার। 2021 এর বিধানসভা নির্বাচনের লড়াইটা প্রধান লড়াই হলেও, তার আগে সেমিফাইনাল হিসেবেই ধরা হচ্ছে আগামী ফালাকাটা বিধানসভার উপনির্বাচন। তাই সেই উপ-নির্বাচনে সাফল্য পেতে এবার পুরোদস্তুর ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, রবিবার ফালাকাটার কমিউনিটি হলে কিভাবে এই বিধানসভা উপনির্বাচনে জয় পেতে প্রচার হবে, তা নিয়ে দলের সমস্ত নেতৃত্বদের সঙ্গে একটি বৈঠক করা হয়। যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী, জেলা চেয়ারম্যান দশরথ তিরকে, বিধায়ক সৌরভ চক্রবর্তী জেলার কো-অর্ডিনেটর প্রকাশ চিকবরাইক সহ অন্যান্য নেতারা। মূলত সকলকে নির্দেশ দেওয়া হয় যে, সোমবার থেকেই বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করে দিতে হবে। অর্থাৎ বিন্দুমাত্র যে আর দেরি করা যাবে না, তা কার্যত পরিষ্কার হয়ে যায় তৃণমূল নেতৃত্বের কথায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের 31 অক্টোবর ফালাকাটার তৃণমূল বিধায়ক অনিল অধিকারীর মৃত্যু হয়। আর তারপর থেকেই এই আসনটি শূন্য রয়েছে। করোনা ভাইরাসের কারণে এখানে নির্বাচন করা সম্ভব হয়নি। তবে সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 29 নভেম্বর এই কেন্দ্রের উপনির্বাচন হবে। আর তারপরেই রীতিমতো ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের প্রধান লড়াইয়ের আগে এই কেন্দ্রে সাফল্য পেতে ব্যাপকভাবে মরিয়া তৃণমূল কংগ্রেসও।

আর তাই এখন প্রচারের প্রধান অঙ্গ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করারই নির্দেশ দিচ্ছেন তৃণমূলের জেলা নেতৃত্ব। এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী বলেন, “রাজ্যের নির্দেশে সোমবার থেকে আমরা বাড়ি বাড়ি প্রচারে ঝাপিয়েছি। রবিবারের বৈঠকে কর্মীদের সেই নির্দেশ দেওয়া হয়েছে।”

বিশেষজ্ঞরা বলছেন, এই কেন্দ্রে যদি তৃণমূল তাদের সাফল্য বজায় রাখতে পারে, তাহলে আগামী দিনে তারা বিজেপিকে আরও ভালো মতো করে চ্যালেঞ্জ জানাতে পারবে। পাশাপাশি এই বিষয় নিয়ে প্রচার করে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে আরও কোণঠাসা করার সহজ হবে তৃণমূলের পক্ষে। তবে যদি এখানে বিরোধীদল সাফল্য পায়, তাহলে আগামী বিধানসভা নির্বাচনের লড়াই তৃণমূলের কাছে যে অত্যন্ত কঠিন হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। এখন ভোটবাক্সে কাদের দিকে সমর্থন যায়, কোন দল শেষ হাসি হাসে ফালাকাটায়, সেদিকেই নজর থাকবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!