এখন পড়ছেন
হোম > রাজ্য > বাবার সামনেই ছেলের রক্ত নেওয়ার হুমকি! তীব্র বিতর্কে তৃণমূল নেত্রী

বাবার সামনেই ছেলের রক্ত নেওয়ার হুমকি! তীব্র বিতর্কে তৃণমূল নেত্রী

উত্তর ২৪ পরগণায় হাবড়ায় একই দলের মধ্যে বিরুদ্ধ গোষ্ঠী করার কারণে এক ছাত্রের প্রাণনাশের হুমকি দিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভানেত্রী জয়া দত্ত। তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগণার সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাসতালুকের এলাকায় শাসকদলের ছাত্র পরিষদ নেত্রীর এহেন আচরণ স্বাভাবিকভাবেই ঐ এলাকা সহ গোটা জেলায়ই একপ্রকার ছাত্র অসন্তোষ তৈরী করেছে। এই প্রসঙ্গে শাসক দলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় বাবুর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বললেন,””জয়ার বিরুদ্ধে এ রকম অভিযোগ আমারও কানে এসেছে। তবে এই অভিযোগ সত্য না মিথ্যা, তা জানি না। এই বিষয়ে যা বলার দলের মহাসচিব বলবেন।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সূত্রের খবর অনুযাই উত্তর ২৪ পরগণায় হাবড়া শ্রীচৈতন্য কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শুভদীপ দাস তৃণমূল ছাত্র পরিষদের কর্মী। এদিন গোটা ঘটনার বিষয়ে অবগত করতে শুভদীপ দাস সংবাদমাধ্যমকে বললেন,”আমি এলাকায় বুবাই বসুর অনুগামী হিসাবে পরিচিত। সেই কারণেই গত বৃহস্পতিবার জয়াদির লোকজন অশোকনগরের রাস্তায় ফেলে আমাকে মারধর করে। পরের দিন জয়াদি বাড়ি বয়ে এসে হুমকিও দিয়ে যায়। বাবাকে বলে, ছেলেকে সাবধান করো। না হলে আমি ওর রক্ত নেব! ভয় পেয়ে আমরা পুলিশের দ্বারস্থ হতে চেয়েছিলাম। কিন্তু থানার সামনে আমাদেরকে মারধর করে তাড়িয়ে দেয় জয়াদির লোকজন।” তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠা বিষয়ে জয়া দত্তকে প্রশ্ন করা হলে জয়া দেবী বললেন,” আপনি কনর্ফাম, ওই অডিওবার্তার হুমকিটা আমারই কণ্ঠের?” খানিক সময়ের বিরতিতে তিনি আবার বললেন,” আমার কী দায় পড়েছে, একটা বাচ্চা ছেলেকে হুমকি দিতে যাওয়ার? ভোটের মুখে এগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে। সাধারণ মানুষই এর যোগ্য জবাব দেবে।” এই ঘটনায় দলের মধ্যে এক অস্থিরতা তৈরী হয়েছে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!