এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা অবহেও পুজোয় কলকাতাবাসীর জন্য বিশাল বড় দুই উপহার মমতার! পুরোটা জানলে চমকে যাবেন!

করোনা অবহেও পুজোয় কলকাতাবাসীর জন্য বিশাল বড় দুই উপহার মমতার! পুরোটা জানলে চমকে যাবেন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারে পুজোয় বিরাট উপহার কলকাতা বাসীকে দিলেন মুখ্যমন্ত্রী। ফিরিয়ে দিলেন কলকাতার হারানো এক ঐতিহ্য। আজ মঙ্গলবার কলকাতায় দুটি ছাদখোলা দোতলা বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গেই তিনি কলকাতাবাসীকে জানিয়ে দিলেন যে, কোথায় কোথায় পাওয়া যাবে এই বাসগুলি। পরবর্তীকালে দোতলা বাসের সংখ্যা আরও বৃদ্ধি করা হতে পারে বলেও জানালেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত একটা সময়ে কলকাতার পথে ঘাটে চলত দোতলা বাস। যা ছিল, কলকাতার একটি বিশেষ ঐতিহ্য।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাল রেখে চলতে পারে নি এই বাস। একটু একটু করে কলকাতার পথঘাট থেকে হারিয়ে যেতে থাকে কলকাতার এই ঐতিহ্যশালী দোতলা বাস। এখন কলকাতার পথে একটি দোতলা বাসও নজরে পড়ে না। কলকাতার এই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে বিশেষ পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। কলকাতার পুরনো ঐতিহ্যকে কলকাতাবাসীর কাছে আবার তুলে ধরতে পুজোর মুখে দুটো হুড খোলা দোতলা বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

সদ্য উদ্বোধন করা এই দোতালা বাস দুটি সম্পর্কে মুখ্যমন্ত্রী জানালেন, “সপ্তমী থেকে এই দুটি বিশেষ বাসে করে কলকাতার ঐতিহ্যশালী জায়গাগুলি দেখতে পাবেন সাধারণ মানুষ-পর্যটকরা। ভিক্টোরিয়া, ন্যাশনাল লাইব্রেরি, চিড়িয়াখানা, নবান্ন-সহ কলকাতার সমস্ত ঐতিহাসিক দেখাবে বাসটি। সময় লাগবে মাত্র ২ ঘণ্টা। তবে পরবর্তীতে বাসের চাহিদা বুঝে সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেবে পর্যটন দপ্তর। কাল থেকে শুরু বুকিং।” সরকারের পক্ষ থেকে জানানো হলো যে, প্রতিদিন সকাল ১০.৩০ এ ছাড়বে প্রথম দোতলা বাসটি। যা তার সফর শেষ করে ফিরে আসবে বেলা ১.৩০ এ। আর দ্বিতীয় বাসটি ১১.৩০ এ ছেড়ে ফিরে আসবে বেলা ২.৩০ মিনিটে। এই দুটি বাসের টিকিট অনলাইনেপাওয়া যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ কলকাতার ঐতিহ্যশালী দুটি দোতলা বাসের উদ্বোধনের সঙ্গে সঙ্গে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একটি বিশেষ সুসংবাদ দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানালেন যে, হাওড়া জেলার উলুবেড়িয়াতে অনলাইন বিপণন সংস্থা অ্যামাজন তাদের একটি লজিস্টিক হাব্ খুলেছে। যেখান থেকে পূর্ব ও উত্তর-পূর্বে পরিষেবা দেওয়া হবে। এই লজিস্টিক হাবে ২০৫০ জন কর্মপ্রার্থীকে নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রীর এই নিয়োগ সংক্রান্ত বার্তা কর্মপ্রার্থীদের অত্যন্ত আনন্দিত করেছে।

এদিকে আবার করোনার ভ্রুকুটির মধ্য দিয়েই শোনা যাচ্ছে পুজোর ঢাক। দুর্গাপূজার সঙ্গে বাঙালির আবেগ, আনন্দ, উচ্চ্বাস জড়িয়ে আছে। কিন্তু করোনা সংক্রমনের কারণে রাজ্যবাসীকে সতর্ক হয়ে পূজা উদযাপন করার নিদান নিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানালেন, করোনা বিধি তথা স্বাস্থ্যবিধি কখনোই উপেক্ষা করে নয়, বরং সমস্ত রকম বিধি মেনেই তবেই আনন্দময়ীর আরাধনায় যোগদান করতে। সব সময় মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পুজোর আনন্দ যেন করোনা সংক্রমনের ভয়াবহতাকে বৃদ্ধি না করে সেদিকে দৃষ্টি মুখ্যমন্ত্রীর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!