এখন পড়ছেন
হোম > রাজনীতি > ফের বাংলা বনধের ডাক আদিবাসীদের, আশঙ্কা রাজ্যজুড়ে!

ফের বাংলা বনধের ডাক আদিবাসীদের, আশঙ্কা রাজ্যজুড়ে!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে মাঝেমধ্যেই আদিবাসীদের ডাকে গোটা রাজ্যজুড়ে বনধ পালন হতে দেখা যাচ্ছে। দণ্ডী কান্ড থেকে শুরু করে আদিবাসীদের প্রতি অবিচার, বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন আগেই বনধের ডাক দিয়েছিল আদিবাসীরা। আর এবার আবারও আগামী জুন মাসে সেই রাজ্যজুড়ে বনধের ডাক দিল আদিবাসী ভূমি সমাজ কেন্দ্রীয় কমিটি। যার ফলে সেই দিন কার্যত রাজ্য অচল হয়ে যেতে পারে বলে আশঙ্কা একাংশের।

প্রসঙ্গত, সম্প্রতি কুড়মি সম্প্রদায়ের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ। আর সেই বিষয় সহ একাধিক বিষয় নিয়ে আগামী জুন মাসের 8 তারিখে রাজ্য জুড়ে বনধের ডাক দিয়েছে আদিবাসী ভূমি সমাজ রক্ষা কমিটি। যে বনধের আওতায় পড়েছে রেলও। ফলে গোটা ঘটনা নিয়ে রীতিমত চাপে সাধারণ মানুষ।

বিশেষজ্ঞদের মতে, এমনিতেই আদিবাসীদের বনধে এর আগে অচল হতে দেখা গিয়েছে রাজ্যকে‌। দোকান, পাট সমস্ত কিছু বন্ধ রাখা হয়েছে। রাস্তাঘাট কার্যত শুনশান ছিল। ফলে আগামী মাসের শুরুতেই যেভাবে আদিবাসীরা বাংলা বনধের ডাক দিয়েছে, তাতে রাজ্য আবার অচল হয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই বন্ধ মোকাবিলায় কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!