এখন পড়ছেন
হোম > রাজনীতি > ফের করোনার চোখ রাঙানি? রাজ্যবাসীকে বড় পরামর্শ মমতার! জেনে নিন!

ফের করোনার চোখ রাঙানি? রাজ্যবাসীকে বড় পরামর্শ মমতার! জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গত 2020 সাল থেকেই সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হতে শুরু করে করোনার জন্য। এমন এক ভাইরাস, যা সম্পূর্ণরূপে যোগাযোগ বন্ধ করে দেয় একের সঙ্গে অপরের। কার্যত গৃহবন্দী হতে হয় দেশের মানুষকে। তবে তৃতীয় ধাপের পর সেই করোনা কার্যত উধাও হয়ে গিয়েছিল। কিন্তু বিশেষজ্ঞরা বলেন যে, ভাইরাস কখনও শেষ হয় না। তারা নতুন নতুন রূপে বিভিন্ন সময় পৃথিবীতে আসে। আবার ফের বিভিন্ন জায়গায় করোনার প্রকোপ দেখা দিতে শুরু করেছে। স্পেন, আমেরিকার পাশাপাশি ভারতবর্ষের কেরালাতেও বাড়তে শুরু করেছে চতুর্থ ধাপের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। তবে পশ্চিমবঙ্গে যাতে তার প্রকোপ না বাড়ে, তার জন্য অগ্রিম সতর্কতা অবলম্বন করছে রাজ্য সরকার। তাই আজ নবান্ন থেকে সেই ব্যাপারে রাজ্যবাসীকে সচেতন হওয়ার আর্জি জানানোর পাশাপাশি মাস্ক পড়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনই এই ব্যাপারে তেমনভাবে কোনো জোরাজুরি করবে না রাজ্য সরকার বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এদিন নবান্ন থেকে করোনার চতুর্থ ভ্যারিয়েন্ট নিয়ে সকলকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “স্পেন, আমেরিকাতে করোনা আবার বাড়ছে। আমাদের এখানে কেরালাতেও বেশ কয়েকটা কেস পাওয়া গিয়েছে। আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করব যে, আপনারা যখন বাজারে এলাকায় যাবেন, বাইরে যাবেন, ভিড় এলাকায় যাবেন, তখন একটু মাস্ক পড়বেন। আমরা কোনো জোর করছি না। কিন্তু এটা পড়লে রোগটা ছড়াবে না। কারণ বাইরে থেকে প্রচুর মানুষ আসে, সেই কারণে বলছি। পাশাপাশি ব্যবসার কোনো ক্ষতি হবে না। আমরা এখনই তেমন কোনো পদক্ষেপ নিচ্ছি না।”

একাংশের মতে, করোনার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপের ভাইরাস যখন এসেছিল, তখন যে পরিমাণ অর্থনীতির ক্ষতি হয়েছে, তাতে আবার যদি এই ভাইরাসের প্রকোপ বাড়ে, তাহলে সাধারণ মানুষ যতটা মাথা তুলে দাঁড়িয়ে ছিল, আবার তারা ভেঙে পড়বে। প্রচন্ড ক্ষতি হবে ব্যবসা-বাণিজ্যের। শিক্ষাব্যবস্থা থেকে শুরু করে সর্বত্র, ধ্বংসের মুখে পড়ে গিয়েছিল এই করোনা ভাইরাসের প্রকোপে। তাই আর সেদিন ফিরে পেতে চাইছেন না সাধারণ মানুষ। যদি লকডাউনের মত সম্ভাবনা তৈরিও হয়, তাহলেও মানুষ যে সেই সবকে উপেক্ষা করেই পথে নামবে, সেই ব্যাপারেও নানা মহল থেকে আসছে বিভিন্ন প্রতিক্রিয়া। তাই মানুষের সর্বনাশ করে এখনই সব কিছু বন্ধের পথে হাঁটতে চাইছে না রাজ্য। বরঞ্চ সচেতনতার বার্তা দিয়েই সকলকে সজাগ থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী বলেই মনে করছেন একাংশ।

বিশেষজ্ঞদের মতে, ভাইরাস কখনও শেষ হয় না। তারা বিভিন্ন রূপে এই পৃথিবীতে আসে। করোনা ভাইরাসও তেমনই একটা ভাইরাস। মাঝে তার প্রকোপ কমে গেলেও, আবার তারা নতুন রুপে মাথা চাড়া দিতে শুরু করেছে। তবে এই ভাইরাসের মারণ ক্ষমতা ততটা নেই বললেই চলে। কারণ মানুষের শরীরে এই করোনা ভাইরাস প্রথম প্রবেশ করার সময় অনেকের মধ্যেই প্রচুর অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাই ভয় না পেয়ে সচেতন থাকাই প্রধান কর্তব্য। আর তাহলেই আমরা সকলে মিলে আবার এই চতুর্থ ভ্যারিয়েন্টের সঙ্গে মোকাবিলা করতে পারব বলেই মনে করছেন একাংশ।

একাংশ বলছেন, করোনা ভাইরাসের কারণে যে দিন পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ তথা বিশ্বের মানুষ ফেস করেছে, তা যাতে আর ফিরে না আসে। গৃহবন্ধী হয়ে থেকে মানুষের সঙ্গে যোগাযোগ না রেখে এক অন্ধকার ময় যোগ তৈরি হয়েছিল করোনা ভাইরাসের আগমনের কারণে। তাই আবার এই ভাইরাস যখন মাথাচাড়া দিচ্ছে, তখন আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত তার প্রভাব নেই বললেও চলে। কিন্তু সচেতন থেকেই ভাইরাস মোকাবিলায় হাঁটতে হবে সকলকে। তাই নবান্ন থেকে সেই ব্যাপারে করোনা মোকাবিলায় সকলকে সজাগ থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!