এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ফের পাহাড়ে বড়সড় যোগদান, ক্রমশ শক্তি বাড়াচ্ছে তৃণমূল, চাপে বিজেপি

ফের পাহাড়ে বড়সড় যোগদান, ক্রমশ শক্তি বাড়াচ্ছে তৃণমূল, চাপে বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে দার্জিলিঙে মুখ থুবড়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস। শুধু পাহাড় নয়, গোটা উত্তরবঙ্গ জুড়ে তৃণমূলের ভোটব্যাংকে ভরাডুবি হয়েছিল। যেখানে ব্যাপকভাবে উত্থান ঘটে ভারতীয় জনতা পার্টি। তবে বিধানসভা নির্বাচনের আগে এবার নতুন করে পাহাড়ে শক্তি বাড়াতে শুরু করল তৃণমূল কংগ্রেস। জানা গেছে, সোমবার জিটিএর বিনয় তামাংদের সঙ্গ ছেড়ে অস্থায়ী কর্মীরা যোগ দেন তৃণমূল কংগ্রেসে। প্রায় দুই হাজারের মতো অস্থায়ী কর্মী এদিন ঘাসফুল শিবিরে নাম লেখান।

স্বাভাবিক ভাবেই এই ঘটনায় বিনয় তামাংয়ের গোষ্ঠী অনেকটাই চাপে পড়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বলা বাহুল্য, এমনিতেই বিমল গুরুং প্রকাশ্যে আসার পর বিনয় তামাং এবং তার অনুগামীরা অনেকটাই চাপে রয়েছেন। পাহাড়ের ক্ষমতা যাতে তাদের দখলেই থাকে, তার জন্য রাজ্য সরকারের সঙ্গে তারা একপ্রস্থ আলোচনা করেছেন। কিন্তু এবার যেভাবে সেই বিনয় তামাং এর দিক থেকে দুই হাজারের মত কর্মী তৃণমূলে যোগ দিলেন, তাতে তৃণমূল পাহাড়ে নিজেদের শক্তি অনেকটাই বৃদ্ধি করতে সক্ষম হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রাজনৈতিক বিশেষজ্ঞরা অনেকে বলছেন, বিমল গুরুংপন্থী না হয়েও এই অস্থায়ী কর্মীরা তৃণমূলে নাম লিখিয়েও বিনয় তামাংকে চাপে রাখার চেষ্টা করলেন। কেননা এই সমস্ত কর্মীরা যদি বিমল গুরুংয়ের গোষ্ঠীতে নাম রাখা দেন, তাহলে তা নিয়ে পাহাড়ে নতুন করে সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে বিনয় তামাংয়ের দিক থেকে তারা তৃণমূল কংগ্রেসের সরাসরি যুক্ত হওয়ায় তেমনভাবে বিনয় তামাং বা তার অনুগামীরা এর বিরুদ্ধে সরব হতে পারবেন না বলেই মনে করা হচ্ছে‌।

কেননা পাহাড়ের ক্ষমতা তাদের হাতে রাখতে গেলে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় বজায় রাখতে হবে। সেদিক থেকে অস্থায়ী কর্মীরা একের পর এক তৃণমূলের সঙ্গে যুক্ত হওয়ায় মুখে তেমনভাবে কিছু বলতে না পেরে কার্যত ব্যাপক চাপে রয়েছেন বিনয় তামাং এবং তার অনুগামীরা বলে দাবি বিশেষজ্ঞদের। একাংশ বলছেন, 2017 সালের সেপ্টেম্বর মাস থেকে পাহাড়ের দায়িত্ব বিনয় তামাংয়ের হাতে তুলে দিয়ে তৃণমূল কার্যত এখানে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল। কিন্তু বড় মাপের যোগদানের পর তৃণমূল আবার এখানে নিজেদের শক্তি দেখাবে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এত বিপুল যোগদানে বিনয় তামাং এবং তার গোষ্ঠী কি চাপে পড়ল না? জানা গেছে, এদিন পাহাড়ে তৃণমূলের সংগঠন বাড়ানো নিয়ে কিছুটা উদ্বিগ্ন হতে দেখা গেছে বিনয় তামাং এর অনেক অনুগামীকে। এদিন এই প্রসঙ্গে ইউনাইটেড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য সুভাষ ছেত্রী বলেন, “রাজ্য সরকার তো আমাদের স্থায়ী করতেই পারে। তাই মাঝে আর লালকুঠি কেন! আমরা সরকারি মূল দলের সঙ্গেই জুড়ে গেলাম।”

যদিও বা এই প্রসঙ্গে অনীত থাপা বলেন, “কোনো দল যদি স্থায়ী করার কথা বলে, তাহলে তারা মিথ্যা বলছে। গোটাটাই একটা প্রক্রিয়া। আমরা এই প্রক্রিয়ার মধ্য থেকে কাজ করছি।” তবে মোর্চার পক্ষ থেকে এই ব্যাপারে যে কথাই বলা হোক না কেন, পাহাড়ের এই ব্যাপক রদবদল এবং তৃণমূল কংগ্রেসের দিকে বিনয় তামাং একাধিক অনুগামী চলে যাওয়ায় আগামীদিনে রাজনৈতিক সমীকরণে অনেকটাই বদলে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!